নিজস্ব প্রতিবেদক, অভয়নগর :
যশোরের অভয়নগর উপজেলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির গ্রীষ্মকালীন উপজেলা পর্যায়ের ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শাহ্ হাদীউজ্জামান মঞ্চে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও ক্রীড়া মোদি শতশত দর্শক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এর আগে গতকাল সকাল থেকে উক্ত মাঠে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির গ্রীষ্মকালীন উপজেলা পর্যায়ের ক্রিড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।