বার্তাকক্ষ
তোশাখানার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়। খবর দ্য ডনের। ইসলামাবাদের এক নারী বিচারককে হুমকির মামলায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতার পরোয়ানা জারি হয়। গত বছরের এপ্রিলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত ইমরান খানকে গ্রেফতারে মরিয়া পুলিশের একটি দল সোমবার ইসলামাবাদ থেকে হেলিকপ্টারে লাহোরে যায়। ইসলামাবাদ পুলিশকে পূর্ণ সহায়তা দেবে প্রাদেশিক পুলিশ এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যেন তারা ইমরানের বাসভবনে প্রবেশ করতে পারে। গত বছরের ২০ আগস্ট এক সমাবেশ থেকে আদালতের বিচারক জেবা চৌধুরী ও পুলিশকে হুমকি দেয়ায় ইমরানের বিরুদ্ধে মামলা হয়। মামলায় বিচারক ও পুলিশ কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ করা হয়। সোমবার সকালে দেশটির দেওয়ানি আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার রায় প্রকাশ করেন। আদালতের নির্দেশের পরও শুনানিতে উপস্থিত না হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।