বার্তাকক্ষ
এক বছর আগে শিশুদের সহজে ভিডিও কলিংয়ের সুবিধা প্রদানে গ্লো নামের ডিভাইস বাজারজাত করেছিল অ্যামাজন। ইন্টারেক্টিভ ভিডিও গেমিংয়েও ডিভাইসটি ব্যবহার করা যায়। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী ডিভাইসটির বাজারজাত বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। খবর এনগ্যাজেট।
মূলত উল্লেখযোগ্য হারে বিক্রি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। পাবলিকেশনের নোট অনুযায়ী, অ্যামাজনে ডিভাইসটির রেটিং ভালো হলেও ওয়েবসাইটে মাত্র ৫০০-এর মতো রিভিউ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, সাধারণ মানুষের আচার-আচরণে পরিবর্তন আসার কারণেও হয়তো ডিভাইসের বাজারজাত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব আত্মীয় শিশুদের কাছাকাছি থাকে না বা যাদের সঙ্গে প্রতিনিয়ত দেখা হয় না তাদের সঙ্গে শিশুদের যোগাযোগ সহজ করতে গ্লো ডিভাইসটি তৈরি করা হয়েছিল। বর্তমানে মানুষ কভিড-১৯ মহামারী-পূর্ববর্তী জীবনে ফিরে গিয়েছে। এ কারণে এখন বিশেষ ভিডিও কলিং ডিভাইসের চাহিদাও অনেকটা কমে গেছে। অ্যামাজনের মুখপাত্র ক্রিস্টি ডিভাইসটির বাজারজাত বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যামাজনের সিক্রেটিভ গ্র্যান্ড চ্যালেঞ্জ মুনশট ল্যাবরেটরির পণ্য ছিল গ্লো ভিডিও কলিং ডিভাইস।
