প্রতিদিনের ডেস্ক
ফিফা উইন্ডো শেষে মাঠে ফিরেই রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও শীর্ষস্থান দখল করলো রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে তারা।ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদের আন্দ্রে বারেনেটেক্সা। তার শট পরপর দুবার ঠেকিয়ে দেন কেপা আরিজাবালাগা। তবে শেষ রক্ষা হয়নি। তৃতীয় শটে এগিয়ে যায় সোসিয়েদাদ। গোল খেয়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় রিয়াল। কিন্তু কোনোভাবেই গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদের ক্লাবটি। তবে বিরতি থেকে ফিরে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ১৫ মিনিটের মধ্যে আদায় করে নেয় দুই গোল। প্রথমে ফ্রান গার্সিয়ার পাস থেকে বক্সের একটু বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান উরুগুইয়ান তারকা ফেদে ভালভার্দে। এরপর ৬০ মিনিটে হোসেলুর গোলেও অ্যাসিস্ট করেন গার্সিয়া। এবার বাঁ প্রান্ত দিয়ে তার বাড়ানো ক্রসেই হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত হোসেলু। এই দুই গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে রিয়াল। এ জয়ে মৌসুমে শতভাগ জয়ের ধারা বজায় রাখলো রিয়াল। সে সঙ্গে বার্সেলোনাকে টপকে উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষেও। ৫ ম্যাচ শেষে অপরাজিত থেকে রিয়ালের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচ খেলে দুই নম্বরে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ১৩।
