Monday, December 4, 2023
Homeলিড নিউজঘূর্ণিঝড় মিধিলি, শ্যামনগর উপকূলে ৩০ কি.মি. বেগে ঝড়ো হাওয়া

ঘূর্ণিঝড় মিধিলি, শ্যামনগর উপকূলে ৩০ কি.মি. বেগে ঝড়ো হাওয়া

Published on

সাম্প্রতিক সংবাদ

অভিষেক অভিসার থেকে দূরেই যাচ্ছেন ঐশ্বরিয়া?

প্রতিদিনের ডেস্ক গুঞ্জন শোনা যাচ্ছে হরহামেশাই। এবার নাকি আর টিকছে ঐশ্বরিয়া রায় আর অভিষেক বচ্চনের...

হাইপ্রেশার থেকে হার্ট ডিজিজ

প্রতিদিনের ডেস্ক উচ্চরক্তচাপ বা হাইপ্রেশার এমন একটি রোগ এর সঠিক কারণ পুরোপুরিভাবে জানা যায়নি। তবে...

শীতে কেন ঠোঁট ফাটে

প্রতিদিনের ডেস্ক শীতে ত্বক ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। এ ছাড়া পা ও ঠোঁট ফাটার কারণে...

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাত ব্যক্তি। আপনার ওপর...

উৎপল মণ্ডল, শ্যামনগর
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দিনভর ঝড়ো হাওয়া বইছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে। সেই সঙ্গে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় উপকূলজুড়ে আতঙ্কে রয়েছেন মানুষ। ইতোমধ্যে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় উত্তোলন করা হয়েছে বিপদ সংকেতের পতাকা। সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাতক্ষীরা শহরসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা আছে। এ পর্যন্ত সাতক্ষীরায় ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার তথ্য রেকর্ড হয়েছে। আর উপকূলীয় এলাকায় এটি কিছুটা বেশি। ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, খোলপেটুয়া ও চুনা নদীতে জোয়ারের পানি ১-২ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে করে জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে আছেন উপকূলের বাসিন্দারা। শ্যামনগর উপজেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় মোকাবেলায় ১৬৩টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার মজুত রয়েছে। জানমালের নিরাপত্তার জন্য ২ হাজার ৮০০ এর বেশি সিপিপি সদস্য ও ২ হাজারের মতো বেসরকারি স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত আছেন। উপকূলের সংবাদকর্মী বিলাল হোসেন জানান, উপজেলার ভেটখালি, হরিনগর, মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী অনেক এলাকার বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এ জন্য এলাকাবাসীর মধ্যে কিছুটা ভীতি সৃষ্টি হয়েছে। শ্যামনগরে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন জানান, শ্যামনগরে ৩৬০ কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে। এর মধ্যে পাঁচটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে কাজ চলছে।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাইকে নিরাপদস্থানে থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

প্রতিদিনের ডেস্ক আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার...

সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

প্রতিদিনের ডেস্ক জোট শরীকদের আসন বণ্টন করতে আজ সন্ধ্যায় ১৪ দলের শীর্ষনেতারা গণভবনে বৈঠকে বসবেন।...

ঢাকার তিন আসনে মনোনয়ন বাতিল হলো ১৫ প্রার্থীর

প্রতিদিনের ডেস্ক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। এরই মধ্যে...