বার্তাকক্ষ
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। হাঁটুর চোটে তারপর থেকে মাঠের বাইরে। পুনর্বাসন করছেন লন্ডনে। প্রস্তুত মাঠে ফেরার জন্য। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তিন মাস পর আবার পাকিস্তানের জার্সি পরতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। চার শব্দের টুইটে প্রতিপক্ষদের দিয়ে রাখলেন হুমকি। সাদা একটি টি শার্ট পরা, চোখে সানগ্লাস। পাহাড়ের ওপর দাঁড়িয়ে। সূর্য অস্ত যাবে যাবে করছে, স্নিগ্ধ এক বিকেলের ছবি দিয়ে আফ্রিদি ক্যাপশনে লিখেছেন, ‘ঝড় আসার আগে শান্ত।’ ২২ বছর বয়সী পেসার হয়তো বুঝালেন- ঝড় আসছে, ব্যাটসম্যানরা সাবধান হও। আফ্রিদির অনুপস্থিতিতে পাকিস্তানের সময়টা ভালো যায়নি। এশিয়া কাপে ফাইনালে হেরেছে এবং ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পরাজিত। এখনও এই পেসার শতভাগ ফিট না হলেও তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে। তাকে পুরোপুরি ফিট পাওয়ার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।
