চিপ তৈরিতে গ্লোবাল ফাউন্ড্রিজ-জিএমের নতুন চুক্তি

0
17

বার্তাকক্ষ ,,যুক্তরাষ্ট্রে উৎপাদিত সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে নতুন কারখানা স্থাপন করবে জেনারেল মোটরস। এ পরিপ্রেক্ষিতে গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।
দুটি শিল্প খাতের মধ্যে এ ধরনের চুক্তি এ প্রথম। কেননা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকে সরবরাহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে এক বছরেরও বেশি সময় যাবত সেমিকন্ডাক্টরের বৈশ্বিক সংকট রয়েছে। যার কারণে কভিড-১৯ মহামারীর সময় অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হয়
প্রতিষ্ঠানগুলোর বিবৃতি অনুযায়ী, গ্লোবাল ফাউন্ড্রিজ ডেট্রয়েটের গাড়ি উৎপাদনকারী জেনারেল মোটরসের জন্য নিউইয়র্কে থাকা সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটিতে কারখানা স্থাপন করবে। এক বিবৃতিতে জেনারেল মোটরসের গ্লোবাল প্রডাক্ট ডেভেলপমেন্ট, পারচেজিং ও সাপ্লাই চেইনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডগ পার্কস বলেন, ‘গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে যে চুক্তি করা হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির শক্তিশালী সরবরাহ চেইন নিশ্চিত করবে। এর মাধ্যমে জেনারেল মোটরস নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে এবং গ্রাহকের উন্নত প্রযুক্তি ও ফিচার পৌঁছে দিতে পারবে।
চুক্তিটি বাইডেন প্রশাসনের জন্য একটি জয়। কেননা সেমিকন্ডাক্টর উৎপাদনে যুক্তরাষ্ট্রের আগের গৌরব ফিরিয়ে আনতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। এ লক্ষ্যে গত আগস্টে চিপস আইনও কার্যকর করা হয়। পার্কস জানান, কয়েক বছরে জেনারেল মোটরসের সেমিকন্ডাক্টর ব্যবহার কয়েক গুণ বাড়বে। কেননা প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত গাড়ির সক্ষমতা বাড়াচ্ছে। বিশেষ করে সব ধরনের বৈদ্যুতিক গাড়ি ও ট্রাকের জন্য। কারণ সাধারণ গাড়ির তুলনায় এগুলোয় বেশি চিপ ব্যবহারের প্রয়োজন হয়। তবে এতে কী পরিমাণ ব্যয় হবে বা কারখানার উৎপাদন সক্ষমতার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
প্রতিষ্ঠান দুটির আশা, চুক্তির মাধ্যমে ব্যাপক হারে টিপ উৎপাদিত হবে। এছাড়া গ্রাহককের উন্নত পরিষেবা দেবে। গ্লোবাল ফাউন্ড্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কলফিল্ড বলেন, ‘জেনারেল মোটরসের জন্য ব্যতিক্রমী এ চিপ উৎপাদন কারখানা নিউইয়র্কভিত্তিক কোম্পানির পরিধি বাড়াবে।’
কলফিল্ডের মতে, জেনারেল মোটরসের সঙ্গে এ চুক্তি গ্লোবাল ফাউন্ড্রিজের ভবিষ্যতের জন্য একটি ফ্রেমওয়ার্ক। এটি দুটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে। এছাড়াও ভবিষ্যতে চিপ উৎপাদনে যেসব উপাদানের প্রয়োজন হবে সেগুলোর স্থিতিশীল সরবরাহ নিশ্চিতের রোডম্যাপ। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে কলফিল্ড বলেন, ‘‌এটি এ ধরনের প্রথম চুক্তি, তবে শেষ নয়। এটি একটি সমস্যার সমাধান। আমাদের বিশ্বাস এ কাঠামো অন্যদের জন্যও উপকারী।’ সামগ্রিকভাবে জেনারেল মোটরসের কারখানায় উৎপাদন শুরু হতে দুই-তিন বছর সময় লাগবে। ইতিহাসগতভাবে গাড়ি উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানই এর আগে কোনো চিপ উৎপাদনকারীর সঙ্গে সরাসরি কাজ করেনি। সেমিকন্ডাক্টর চিপ সংকটের কারণে জেনারেল মোটরসের মতো প্রতিষ্ঠান সরবরাহ চেইনে যুক্ত হচ্ছে। মূলত গাড়ি উৎপাদনে যেসব যন্ত্রাংশ প্রয়োজন সেগুলোর সরবরাহ নিশ্চিতেই এ উদ্যোগ। ইনফোটেইনমেন্ট সিস্টেমসহ পাওয়ার স্টিয়ারিং ও ব্রেক সিস্টেমের জন্য সেমিকন্ডাক্টর চিপ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশেষজ্ঞদের মতে, ধরন ও ফিচারের পরিপ্রেক্ষিতে গাড়ি উৎপাদনে কোনো সময় কয়েকশ সেমিকন্ডাক্টর ব্যবহার করতে হয়।