বার্তাকক্ষ
কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবিরের সঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদকাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবিরের সঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদবিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে কাতার থেকে বিদ্যমান চুক্তির অতিরিক্ত বার্ষিক আরও এক থেকে দুই মিলিয়ন টন এলএনজি রফতানির বিষয়ে কাতার সরকারের মনোভাব ইতিবাচক।
মঙ্গলবার (২৩ মে) দোহাতে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ হয় প্রতিমন্ত্রী নসরুল হামিদের। এই সময় তারা নানা বিষয়ে আলোচনা করেন।
এর আগে একইদিনে “কাতার ইকোনমিক ফোরাম-২০২৩”-এর বৈঠকের সাইডলাইনে প্রতিমন্ত্রীর সাথে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
