চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজা ও এক বোতল বিলাতি মদসহ ফিরোজ খান (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিৎলা গ্রামের খাজাবাবার মোড়ে একটি ইজিবাইকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত ফিরোজ খান মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাস মহল খাঁ পাড়ার হাশেম খানের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে চিৎলা গ্রামের খাজা বাবার মোড়ে অভিযান চালায়। এ সময় একটি চলন্ত ইজিবাইকের গতিরোধ করে সেখানে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বাবুল নামের এক মাদক কারবারি পালিয়ে গেলেও ফিরোজ খানকে আটক করা হয়। সেই সঙ্গে ইজিবাইক থেকে আট কেজি গাঁজা ও একটি বিলাতি মদ উদ্ধার করা হয়। ফিরোজ খান ও বাবুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ফিরোজ খানকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
