Thursday, June 1, 2023
Homeলাইফ স্টাইলচুল লম্বা করতে চান? ব্যবহার করুন এই হেয়ার প্যাক

চুল লম্বা করতে চান? ব্যবহার করুন এই হেয়ার প্যাক

Published on

সাম্প্রতিক সংবাদ

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

বার্তাকক্ষ আইফোন ১৫ প্রো ম্যাক্সের উন্মোচনকে ঘিরে ব্যাপক আগ্রহ জেগেছে অ্যাপলপ্রেমীদের মধ্যে। সম্প্রতি স্মার্টফোনবিষয়ক তথ্যদাতা...

সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু করছে স্যামসাং

বার্তাকক্ষ সেলফ রিপেয়ারিং প্রোগ্রামের বিষয়ে বর্তমানে অনেকেই অবগত। বিশ্বের সব দেশে সেভাবে এটি চালু না...

সাড়ে ৪৩ কোটি ডলার বিনিয়োগ চায়না টেলিকমের

বার্তাকক্ষ কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠায় ৩০০ কোটি ইউয়ান বা ৪৩ কোটি ৪০ লাখ ডলার...

এমএসআইয়ের নতুন ল্যাপটপ স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি

বার্তাকক্ষ জার্মানির অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সিডিজের সঙ্গে চুক্তি করেছে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি মাইক্রো স্টার...

বার্তাকক্ষ
চুল লম্বা দেখতেই পছন্দ করেন বেশিরভাগ নারী। কিন্তু সবার ‍চুল সমানভাবে লম্বা হয় না। অনেকের চুল দ্রুত লম্বা হয়, অনেকের আবার বাড়ে না বললেই চলে। আপনি যদি চান চুল লম্বা হোক তাহলে কী করবেন? বাজারে চুল লম্বা করার অনেক ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট আপনাকে প্রলোভনে ফেলতে পারে। তবে সেই ফাঁদে পা দেওয়া চলবে না। কেমিক্যালযুক্ত সেসব উপাদান আপনার চুল নষ্ট করে দিতে পারে। এর বদলে ঘরোয়া উপায়ে যত্ন নেওয়াই উত্তম। জেনে নিন চুল লম্বা করার জন্য কোন ঘরোয়া হেয়ার প্যাকগুলো বেছে নেবেন-
অ্যালোভেরার হেয়ার প্যাক
চুল লম্বা করতে কাজ করে অ্যালোভেরা। এটি চুলের উজ্জ্বলতা ধরে রাখতেও সমানভাবে কাজ করে। অ্যালোভেরায় থাকে প্রোটিওলাইটিক এনজাইম। এই উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরার প্যাক তৈরির জন্য একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে গরম করে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরার জেল বা শাঁস। মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। এরপর অপেক্ষা করুন মিনিট পনেরো। তারপর ধুয়ে নিন। শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে ১-২ দিন এটি ব্যবহার করতে পারেন।
টক দইয়ের হেয়ার প্যাক
টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই উপাদান। এটি চুলের রুক্ষতা দূর করে। বাড়িতে তৈরি টক দইয়ের হেয়ার প্যাক চুলে ব্যবহার করুন। এটি আপনার চুল নরম রাখতে সাহায্য করবে। সেইসঙ্গে সাহায্য করবে চুলের বৃদ্ধিতেও। টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো আমন্ড অয়েল মিশিয়ে নিন। এরপর তার সঙ্গে মেশান ডিমের সাদা অংশ। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে নিন। চুলের গোড়ায় ভালোভাবে ব্যবহার করুন। এভাবে রেখে অপেক্ষা করুন আধা ঘণ্টার মতো। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করতে পারেন।কলার হেয়ার প্যাক
চুলের যত্নে উপকারী একটি উপাদান হতে পারে কলা। কলার তৈরি হেয়ার প্যাক চুলের উজ্জ্বলতা ধরে রাখতে এবং চুল লম্বা করতে কাজ করে। সেইসঙ্গে এটি মাথার ত্বকেও পুষ্টি জোগাতে সাহায্য করে। কলায় থাকে প্রচুর পটাশিয়াম। এই উপাদান চুল মজবুত করে। ফলে চুল সহজে ভাঙে না, দ্রুত লম্বা হয়। কলার হেয়ার প্যাক তৈরির জন্য একটি কলার খোসা ছাড়িয়ে নিন। কলা চটকে নিয়ে তার সঙ্গে মেশান পরিমাণমতো নারিকেল তেল। মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এভাবে রাখতে হবে আধা ঘণ্টার মতো। এই হেয়ার প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।চুল লম্বা দেখতেই পছন্দ করেন বেশিরভাগ নারী। কিন্তু সবার ‍চুল সমানভাবে লম্বা হয় না। অনেকের চুল দ্রুত লম্বা হয়, অনেকের আবার বাড়ে না বললেই চলে। আপনি যদি চান চুল লম্বা হোক তাহলে কী করবেন? বাজারে চুল লম্বা করার অনেক ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট আপনাকে প্রলোভনে ফেলতে পারে। তবে সেই ফাঁদে পা দেওয়া চলবে না। কেমিক্যালযুক্ত সেসব উপাদান আপনার চুল নষ্ট করে দিতে পারে। এর বদলে ঘরোয়া উপায়ে যত্ন নেওয়াই উত্তম। জেনে নিন চুল লম্বা করার জন্য কোন ঘরোয়া হেয়ার প্যাকগুলো বেছে নেবেন-
অ্যালোভেরার হেয়ার প্যাক
চুল লম্বা করতে কাজ করে অ্যালোভেরা। এটি চুলের উজ্জ্বলতা ধরে রাখতেও সমানভাবে কাজ করে। অ্যালোভেরায় থাকে প্রোটিওলাইটিক এনজাইম। এই উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরার প্যাক তৈরির জন্য একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে গরম করে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরার জেল বা শাঁস। মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। এরপর অপেক্ষা করুন মিনিট পনেরো। তারপর ধুয়ে নিন। শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে ১-২ দিন এটি ব্যবহার করতে পারেন।
টক দইয়ের হেয়ার প্যাক
টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই উপাদান। এটি চুলের রুক্ষতা দূর করে। বাড়িতে তৈরি টক দইয়ের হেয়ার প্যাক চুলে ব্যবহার করুন। এটি আপনার চুল নরম রাখতে সাহায্য করবে। সেইসঙ্গে সাহায্য করবে চুলের বৃদ্ধিতেও। টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো আমন্ড অয়েল মিশিয়ে নিন। এরপর তার সঙ্গে মেশান ডিমের সাদা অংশ। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে নিন। চুলের গোড়ায় ভালোভাবে ব্যবহার করুন। এভাবে রেখে অপেক্ষা করুন আধা ঘণ্টার মতো। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করতে পারেন।
কলার হেয়ার প্যাক
চুলের যত্নে উপকারী একটি উপাদান হতে পারে কলা। কলার তৈরি হেয়ার প্যাক চুলের উজ্জ্বলতা ধরে রাখতে এবং চুল লম্বা করতে কাজ করে। সেইসঙ্গে এটি মাথার ত্বকেও পুষ্টি জোগাতে সাহায্য করে। কলায় থাকে প্রচুর পটাশিয়াম। এই উপাদান চুল মজবুত করে। ফলে চুল সহজে ভাঙে না, দ্রুত লম্বা হয়। কলার হেয়ার প্যাক তৈরির জন্য একটি কলার খোসা ছাড়িয়ে নিন। কলা চটকে নিয়ে তার সঙ্গে মেশান পরিমাণমতো নারিকেল তেল। মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এভাবে রাখতে হবে আধা ঘণ্টার মতো। এই হেয়ার প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

৩ স্বাদে স্বাস্থ্যকর কাবলি ছোলার সালাদ

বার্তাকক্ষ না খেয়ে থেকে কিন্তু বাড়তি ওজন কমানো যায় না। বরং ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে...

কনুইয়ের কালো দাগ দূর করতে কী করবেন?

বার্তাকক্ষ মুখের ত্বক যত্নে রাখা হলেও হাত বা কনুইয়ের ত্বকের ব্যাপারে আমরা থাকি উদাসীন। ফলে...

পরোটা হবে স্বাস্থ্যকর, জেনে নিন ৬ টিপস

বার্তাকক্ষ সকালের নাস্তায় ঘিয়ে ভাজা গরম গরম পরোটা হলে বেশ হয় নিশ্চয়? তবে এই গরমে...