Friday, December 8, 2023
Homeশহর-গ্রামযশোরচৌগাছায় নতুন বিদ্যুৎ সংযোগ পেতে হলে আগে নিতে হবে সোলার বিদ্যুৎ

চৌগাছায় নতুন বিদ্যুৎ সংযোগ পেতে হলে আগে নিতে হবে সোলার বিদ্যুৎ

Published on

সাম্প্রতিক সংবাদ

কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

প্রতিদিনের ডেস্ক বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে কম...

কোলেস্টেরল বেড়েছে? এড়িয়ে চলবেন যেসব খাবার

প্রতিদিনের ডেস্ক জীবনযাপনে ব্যাপক অনিয়মের কারণেই মানুষের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বিশেষ করে উচ্চ রক্তচাপ,...

নির্বাচন নির্বিঘ্নে করতে অস্ত্র উদ্ধার জরুরি

আগামী শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

তাহমিনা আক্তার ২ লাখ মা-বোনের সম্ভম আর ৩০ লাখ শহীদের রক্ত রাঙা আমাদের প্রিয় স্বাধীনতা।...

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় নতুন বিদ্যুৎ সংযোগ যেন সোনার হরিণ। বিদ্যুত বিভাগ সম্প্রতি একটি নীতিমালা জারি করায় বিদ্যুত সংযোগ নিতে হিমশিম খাচ্ছে হচ্ছে সব ধরনের গ্রাহক। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের পক্ষে বিদ্যুৎ সংযোগ নেওয়া এখন দুঃস্বপ্নের মতই। দ্রুত নীতিমালা পরিবর্তন করার দাবি জানিয়েছেন উপজেলার বিদ্যুৎ ব্যবহারকারীরা। অভিযোগ রয়েছে, এক সময় প্রতিটি এলাকায় নতুন মিটারের জন্যে আবেদন করলেই ওই ব্যক্তি নতুন সংযোগ পেতেন। কিন্তু বর্তমানে সেটি আর সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিভাগ নতুন নীতিমাল আরোপ করেছে। নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে বর্তমানে কোন ব্যক্তি নতুন বিদ্যুৎ সংযোগ নিতে হলে জারি করা নীতিমালা অবশ্যই মেনে সংযোগ নিতে হবে। সেখানে উল্লেখ আছে, একজন ব্যক্তি নতুন সংযোগের জন্যে পূর্বের মতই আবেদন করবেন। তবে আবেদনের আগে ঘোষিত নীতিমালার আওতায় ওই ব্যক্তির বাড়ি যদি ১ হাজার স্কয়ার ফুট হয় তাহলে অবশ্যই তাকে নির্ধারিত টাকা জমা দিয়ে আগে সোলার বিদ্যুৎ গ্রহণ করতে হবে। বাড়ির স্কয়ার ফুট অনুযায়ী সোলার বিদ্যুতের দাম নির্ধারণ করা আছে। সেখানে ৫০ হাজার থেকে ৭০ হাজার এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত জমা দিয়ে প্রথমে সোলার বিদ্যুৎ সংযোগ নিতে হবে। তারপর মিলবে নতুন মিটার। আবাসিক এলাকার বেলায় ১ হাজার স্কয়ার ফুট নির্ধারন করা হলেও বাণিজ্যিকে কোন ফুট নির্ধারণ করা হয়নি। বাণিজ্যিক মিটারের আবেদন হলেই বাধ্যতামূলক তাকে সোলার নিতে হবে। নতুন এই নীতিমালা মেনে বিদ্যুৎ সংযোগ নেয়া অনেকের জন্যেই যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। উপজেলার পেটভরা গ্রামের আব্দুল গনি বলেন, চৌগাছা বাজারে তার একটি টিনের ছাউনির কাঁচা মালের আড়ত আছে। নতুন মিটারের জন্যে তিনি আবেদন করেন। কাগজপত্র সব কিছু নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে সোলার বিদ্যুতের জন্যে টাকা জামা দেয়ার কথা বলা হয়। তিনি বলেন, আমি গরিব মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ। আমার পক্ষে অর্ধলাখ টাকা জমা দিয়ে সোলার নেয়া কোনভাবেই সম্ভব না। পৌর এলাকার মো. স্বপন বিশ্বাস বলেন, ছোট একটি চাকরি করে দায়-দেনা হয়ে একটি বাড়ি করেছি। নতুন মিটারের জন্যে আবেদন করে বিদ্যুৎ অফিসে গেলে সোলারের টাকা জমা দেয়ার কথা বলা হয়। কিন্তু যে পরিমাণ টাকা জমা দিতে হবে সেই পরিমাণ টাকা আমার পক্ষে জমা দেয়া সম্ভব না। বর্তমানে বিদ্যুৎহীন বাড়িতে অনেক কষ্টে পরিবার নিয়ে বসবাস করছি। বাজারের ব্যবসায়ী সাহেব আলী বলেন, তার এক নিকট আত্মীয়র জন্য নতুন বিদ্যুৎ নিতে অফিসে গেলে কর্তৃপক্ষ সোলারের হিসেব দেয়ায় বিদ্যুত নিতে ভুলেই গেছি। সমাজের বৃত্তবানদের পক্ষে নীতিমালার নিয়ম মানা সম্ভব হলেও গরিবদের পক্ষে এটি একেবারেই অসম্ভব। একাধিক গ্রহক বলেন, বিদ্যুৎ বিভাগ যে নিয়মে নতুন সংযোগ দিচ্ছেন তাতে করে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ নতুন সংযোগ নিতে ব্যর্থ হবেন। তাই নতুন এই নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী উপজেলাবাসী। এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালী আবুল কালাম বলেন, বিদ্যুৎ বিভাগ যে নীতিমালা দিয়েছে তার বাইরে যাওয়ার তো কোন সুযোগ নেই। গ্রাহকদের বিষয়টি বিবেচনা করে আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি। দেখা যাক সর্বশেষ কী হয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বাগেরহাটের রাধালীর খাল পুনঃখনন শুরু : উপকৃত হবেন ১০ হাজার কৃষক

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট বাগেরহাটের রামপালের রাধালীর খাল পুনঃখনন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার...

সাতক্ষীরা-যশোর সড়কে পিকআপ ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

আব্দুল আলিম, সাতক্ষীরা সাতক্ষীরায় পিকআপ ও ঢাকাগামী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত...

শ্যামনগরে ৬০ কেজি হরিণের মাংস জব্দ

উৎপল মণ্ডল, শ্যামনগর সাতক্ষীরার শ্যামনগর থেকে চারটি বস্তায় ভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে...