নিজস্ব প্রতিবেদক :
যশোরের চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে সহোদর আইয়ুব ও ইউনুচ হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলাম চৌধুরী। অভিযুক্ত আসমিরা হলো টেঙ্গুরপুর গ্রামের মৃত আবজেল খানের ৩ ছেলে বিপ্লব খান ওরফে বিপুল, মুকুল খান ও বিল্লাল খান এবং বিল্লাল খানের স্ত্রী রুপালী বেগম। চার্জশিটে অভিযুক্ত সকলকে আটক দেখানো হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, টেঙ্গুরপুর গ্রামের আইয়ুব আলী খানও তার ভাই ইউনুস আলী খানের বাড়িতে দিনমজুরের কাজ করতো আসমিরা। গত ৭ এপ্রিল রাতে টেঙ্গুরপুরের মেসার্স সরদার ব্রিকসের বিপরীতের জনৈক মুকুলের চায়ের দোকানের সামনে আসামিদের সাথে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয় আইয়ুব ও ইউনুচের সাথে। এক পর্যায়ে আসামিরা কুড়াল ও বটি দিয়ে আইয়ুব ও ইউনুসকে কুপিয়ে জখম করে। এ সংবাদ পেয়ে আইয়ুবের ছেলে আশাদুল ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে জখম করে আসামিরা। ঘটনাস্থলে আইয়ুব ও ইউনুচ নিহত হয়। এ ঘটনায় নিহত আইযুব আলী খানের মেয়ে সোনিয়া খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী এজাহারভুক্ত আসামি বিপ্লব ও মুকুলকে আটক করেন। এছাড়া পরবর্তীতে র্যাব সদস্যরা আসামি বিল্লাল ও তার স্ত্রী রুপালী বেগমকে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আটক করেন। আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদাতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
চৌগাছার টেঙ্গুরপুর গ্রামের সহোদর আইয়ুব ও ইউনুচ হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট
Published on