বার্তাকক্ষ ,,গুগল প্লে বেটা প্রোগ্রামের মাধ্যমে নতুন আপডেট চালু করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। আপডেটের মাধ্যমে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম যুক্ত করা শুরু করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। ফলে অপরিচিত কেউ মেসেজ দিলে নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নাম দেখা যাবে। খবর গিজচায়না।
নতুন ফিচারটিকে স্বাগত জানাচ্ছে ব্যবহারকারীরা.বিশেষ করে যারা বড় গ্রুপ চ্যাটের মধ্যে থাকে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বেটার ২.২২.২৫.১০ ভার্সনে প্রথম ফিচারটি দেখানো হয়। প্রাথমিক আপডেটে গ্রুপ চ্যাটে বাবলের মাধ্যমে ইউজারনেমের মাধ্যমে ফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। মূলত গ্রুপ চ্যাটে অপরিচিত কারো কাছ থেকে মেসেজ এলে তার পরিচয় শনাক্তে এ ফিচার আনা হয়। নতুন আপডেটের মাধ্যমে চ্যাটলিস্টেও ফিচারটি যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। আপডেট চালুর পর থেকে চ্যাট লিস্টে থাকা ফোন নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর ইউজারনেম দেখা যাবে। ফলে কে মেসেজ পাঠালো সহজেই তার পরিচয় শনাক্ত করা যাবে। এক্ষেত্রে কারো নম্বর ডিভাইসে সংরক্ষণ করতে হবে না। লিস্টের পাশাপাশি অ্যাপের বিভিন্ন অংশে ফিচারটি কাজ করবে। সামনের সপ্তাহগুলোয় সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।