Tuesday, September 26, 2023
Homeবিনোদনচ্যালেঞ্জের মুখে কঙ্গনা-রুক্মিনী

চ্যালেঞ্জের মুখে কঙ্গনা-রুক্মিনী

Published on

সাম্প্রতিক সংবাদ

সংখ্যালঘু কমিশন এবার বাস্তবায়ন হোক

বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অবৈধভাবে ভূমি দখল ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার...

এমারেল্ড অয়েলের সঙ্গে যমুনা এডিবল অয়েলের চুক্তি

প্রতিদিনের ডেস্ক পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ...

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দূর্গাপূজার প্রতিমা

নিজস্ব প্রতিবেদক আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।...

‘কোনো কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো’

প্রতিদিনের ডেস্ক ২০১০ সালে এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে আরও একবার...

বার্তাকক্ষ
টলিউডের আলোচিত অভিনেত্রী রুক্মিনী মৈত্র। তাকে নিয়ে পরিচালক রামকমল মুখার্জি নির্মাণ করছেন ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’। বিনোদিনী দাসীর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিনী। গত মাসে ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
এরই মধ্যে কঙ্গনা রাণৌত ঘোষণা দিলেন— নটী বিনোদিনী রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। তবে রুক্মিনীর পরিবর্তে নয়। বিনোদিনী দাসীর জীবনী নিয়ে হিন্দি ভাষায় নির্মিত হতে যাচ্ছে ‘নটী বিনোদিনী’ সিনেমা। এটি পরিচালনা করছেন প্রদীপ সরকার। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর জল্পনা। কঙ্গনা-রুক্মিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছেন ভক্তরা। একটি চাপা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই দুই অভিনেত্রীর মাঝে। দুজনের মাঝে কে সবচেয়ে ভালো বিনোদিনী দাসী চরিত্র ফুটিয়ে তুলতে পারেন তা দেখার অপেক্ষায় ভক্তরা।
এই চাপা চ্যালেঞ্জের বিষয়ে রুক্মিনী হিন্দুস্তান টাইমসকে বলেন—‘কঙ্গনার সঙ্গে তুলনা হওয়া নিঃসন্দেহে একটি বড় পাওয়া। কঙ্গনা অসাধারণ একজন অভিনেত্রী; দুর্দান্ত কাজ করবেন। আমি নিজেও তার বড় ভক্ত। সুতরাং এর বেশি আমি কী বা চাইব? তবে আমি আমার সিনেমায় সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
‘আমার সিনেমা বিনোদিনীর ঘোষণা আগেই করা হয়েছে। তবু বাঙালি হিসেবে খুব গর্ব হচ্ছে। গোটা দেশ এক বাঙালি অভিনেত্রীকে নিয়ে কথা বলছে। সব বাধা কাটিয়ে যে নারী সিনেমা/ থিয়েটারে মেয়েদের আসার রাস্তা করে দিয়ে গেছেন। সুতরাং গোটা টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল। আরো একবার এগিয়ে বাংলা।’ বলেন রুক্মিনী।
রুক্মিনীর এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মধুরা পালিত। কলকাতা ও বেনারসে হবে এই পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমার শুটিং। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে সিনেমাটি। এটি প্রযোজনা করছে শৈলেন্দ্র কুমার, সুরজ শর্মা এবং প্রতীক চক্রবর্তী।
উল্লেখ্য, বারবণিতার পরিবেশ থেকে একেবারে ছোট বয়সে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন নটী বিনোদিনী। গ্রেট ন্যাশন্যাল থিয়েটারে ‘শত্রুসংহার’ নাটকে দ্রৌপদীর সখীর ছোট্ট ভূমিকায় ১২ বছর বয়সে তিনি প্রথম অভিনয় করে মাসিক দশ টাকা বেতনে। ১৯৭৩ সালে বিনোদিনী সাধারণ রঙ্গালয়ে যোগ দেন।
১৮৬২ সালে জন্ম গ্রহণ করেন বিনোদিনী। নাচগানে পারদর্শীতার পাশাপাশি খুব তাড়াতাড়ি অভিনয়ে দক্ষতা ও প্রথম শ্রেণির একজন অভিনেত্রী হিসেবেও খ্যাতি লাভ করেন। ১৮৭৪ থেকে টানা ১২ বছর অভিনয় করেন বিনোদিনী। অভিনয় জীবনে ৫০টি নাটকের ৬০টিরও বেশি চরিত্রে অভিনয় করেন তিনি। ১৮৮৬ সালের ২৫ ডিসেম্বর শেষবারের মতো অভিনয় করেন বিনোদিনী।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো

প্রতিদিনের ডেস্ক ঢাকাই শোবিজের দুই গুণী অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও অপি করিম। প্রথমবারের মতো ওটিটি...

শিখরের সঙ্গে সম্পর্ক? মেনেই নিলেন জাহ্নবী?

প্রতিদিনের ডেস্ক বলিউডে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। ২০১৮ সালে বলিউডে অভিষেকের পর...

প্রেগনেন্সি প্রসঙ্গে খোলাসা করলেন ঋতাভরী

প্রতিদিনের ডেস্ক দু’দিন আগে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আচমকা ঘোষণা দেন, তিনি মা হতে চলেছেন।...