বার্তাকক্ষ ,,সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। তবে অসুস্থতা কাটিয়ে ছন্দে ফিরলেন তিনি। নিজেই পোস্ট করে অনুরাগীদের দিলেন সেই সুখবর। মার্চের শুরুতেই প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে এবং স্টেন্ট বসেছে। দিন তিনেক আগেই আবার ইনস্টাগ্রাম লাইভে আসেন অভিনেত্রী। কথা বলার সময় গলায় বেশ সমস্যা হচ্ছিলো। তার মধ্যেও জানান, চিন্তার কোনো কারণ নেই। এটি শুধুমাত্র ‘ভাইরাল সোর থ্রোট’। খুব শিগগিরই সেরে যাবে।
তবে ততদিন তিনি অপেক্ষা করতে চাইছিলেন না। কারণ কঠিন এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানাতে চাইছিলেন তিনি। আর হোলিতে নিজের ছবি পোস্ট করে শারীরিক অবস্থার আপডেট দিলেন অনুরাগীদের। ছবিতে দেখা যাচ্ছে, শরীরচর্চা করছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমবার তাকে শরীরচর্চা করতে দেখলেন ভক্তরা। অভিনেত্রী লিখেছেন, জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছেন কার্ডিওলজিস্ট। স্ট্রেচিং শুরু হলো। দারুণ অনুভূতি। এক সপ্তাহ, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এটাই আমার হ্যাপি হোলি। আপনাদের হোলি কেমন কাটলো? সুস্মিতা আরও জানান, শরীরচর্চা করা সত্ত্বেও আমার হার্ট অ্যাটাক হয়েছে, তাতে এটা ভাববেন না যে এক্সারসাইজ করে কী হবে। তাহলে বলি, আমার খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতাম বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছি।