বার্তাকক্ষ
মানহানির অভিযোগে ছাত্রলীগের করা মামলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল ও প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ অক্টোবর) মামলার দুই আসামি আদালতে উপস্থিত হন। এরপর তাদের আইনজীবী অ্যাডভোকেট মানিক লাল রায় ও অ্যাডভোকেট শাহিনুর ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম তাদের জামিন মঞ্জুর করেন।এর আগে গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বাদী হয়ে আদালতে এ মামলা করেন। মামলাটি গ্রহণ করে আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই আসামিরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট রিপোর্ট মুদ্রণ, লিখন, প্রকাশ ও প্রচার করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রাচীনতম ছাত্র সংগঠনটির সুনাম, গৌরব ও ঐতিহ্যে আঘাত করে মানহানি করেন। এভাবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্যের সুনাম ও সুখ্যাতিতে আঘাত করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ জুলাই দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও রিপোর্টারকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করার বিষয়ে ভুল স্বীকার করে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়, যা তারা করেননি। তাই বাদী বাধ্য হয়ে মামলা করেন।
