বিশেষ প্রতিবেদক :
যুগে যুগে যারা জননেতা হয়েছেন, গণমানুষের আস্থার ঠিকানা হয়েছেন তাদের ইতিহাস অনেক লম্বা, অবর্ণনীয় ত্যাগ-তিতীক্ষার। সে সব নেতা কখনো বিপ্লবী ধারায় দখলদার হটানোর লড়াইয়ে জীবনবাজি রেখেছেন। আবার কখনো এক ভোটের মালিকের শাষণ-শোষণ, নির্যাতন ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য এলাকার মানুষকে রক্ষার জন্য সংগ্রাম করেছেন। জনমত তৈরি করতে গিয়ে তিনি অনেক কর্মীকে হারিয়েছেন। অন্যায়-অত্যাচারিত আর নিপীড়িত মানুষের মাঝেই মিশে গেছেন। এখনো দেশে এমন অনেক নেতা রয়েছেন যাদের হৃদয় মন্দিরে শুধু বঞ্চিত মানুষের কল্যাণে সাম্যের সুরধ্বনিত হয়। শৈশব থেকেই তারা পারিবারিক শিক্ষা নিয়ে মানবতার জয়গানে নিজেকে উৎসর্গ করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ শিরধারণ করে সব ভয়-ভীতি আর হুমকি উপেক্ষা করে এলাকার জন্য প্রাণপাত করেন। যশোর জেলার শার্শা উপজেলায় তেমনি এক নেতা হচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনাপোল পৌরসভার সাবেক সফল মেয়র আশরাফুল আলম লিটন। তথাকথিত কিছু রাজনীতিবীদ নামধারি জ্ঞানপাপীদের উদাসীনতা আর স্বার্থের মোহে জামায়াত-বিএনপির চোরাচালানীদের নিয়ে দল ভারী করার অসুস্থ প্রতিযোগিতার কারণে প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীরা আজ অসহায়। নিজের স্বার্থের কারণে প্রকৃত রাজনৈতিক নেতাদের পবিত্র খেতাবগুলো যারা বাজারের সস্তা পণ্যের কাতারে সামিল করেছেন তাদের বিরুদ্ধে সংগ্রামী চেতনার নাম লিটন। তিনিই অনেক বড় আশ্রয় করে নিয়েছেন গণমানুষের অন্তরের গহীনে। তৃণমূল থেকে রাজপথ, যেখানেই যাবেন দলে দলে অসহায় নিঃস্ব মানুষেরা এসে ভিড় জমান তার পাশে। নিষ্পেশিত মানুষের সুখ-দুঃখের কথায় মনোনিবেশ করেন গভীর নিমগ্নতায়। দুখী মানুষের সমস্যা ঘোচাতে ব্যাকুল হয়ে ওঠেন নিজের শেষ সামর্থটুকু দিয়ে। বার বার অলঙ্ঘনীয় জীবন ঝুঁকিতে পরেও কোন অবস্থাতেই জনতার ভালবাসা থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেননি। মৃত্যুভয় কখনো তাকে তাড়া করেনা। অসুর শক্তির বন্দুকের নিশানাকে কেয়ার করেন না। আর সে কারণেই এমন সব নেতা বা ব্যক্তিকে লাখো মানুষ মনের অজান্তেই খেতাব তুলে দেন জননেতা বা গণমানুষের নেতা নামে। আর এমনটি এক দিনে, এক বছরে সম্ভব হয় না। একজন জননেতা হয়ে উঠেন অযুত মানুষের আরাধ্য পুরুষ। যেমনটি হয়েছেন আশরাফুল আলম লিটন। জনতার কাতারে মিশে গেছেন তিনি। প্রকৃত অর্থেই তিনি জননেতা, জনতার নেতা, গণমানুষের নেতা, হাজারো অসহায়ের ভরসারস্থল, লাখো জনতার আরাধ্য পুরুষ, বঞ্চিত-নিপীড়িতের সূহৃদ-স্বজ্জন, দুস্থ-অবহেলিতের আশার বাতিঘর, মুজিবাদর্শের লড়াকু সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পরম বিশ্বাসের অদম্য সাহসী এক ত্যাগী সিপাহসালার। একজন আদর্শবান মানুষ। সুখে-দুখে, রাত্রি-দিবসে, দুর্যোগ-দুঃসময়ে হাজারো মানুষের পাশে দাঁড়ানোর নিবেদিত বন্ধু। বিত্ত-বৈভব, সম্পদের মোহ, অবৈধ উপার্জণ, বিলাসী জীবন কিছুই যাকে স্পর্শ করে না এমন এক দেবতুল্য মানবিক নেতা, মানতার ফেরিওয়ালা। সব বয়সের, সকল শেণিপেশার মানুষের “প্রিয় লিটন ভাই”।