বার্তাকক্ষ
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি কাউন্টিতে টাচস্ক্রিন ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালট পেপার ব্যবহারের আহ্বান জানিয়েছে কম্পিউটার ও নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল। ওই কাউন্টিতে ভোটের সরঞ্জাম ব্যবহারের নিয়মে লঙ্ঘন ঘটতে পারে এমন আশঙ্কা জানিয়ে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছে দলটি। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জানা গেছে, ১৩ সদস্যের বিশেষজ্ঞ দলটি বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) জর্জিয়ার নির্বাচন বোর্ডের সদস্য ও সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে অঙ্গরাজ্যের বহুল ব্যবহৃত টাচস্ক্রিন ভোটিং মেশিনের ব্যবহার দ্রুত বন্ধের কথা জানােনো হয়।
যে বিশেষজ্ঞ দলটি ওই চিঠি পাঠিয়েছে তাদের মধ্যে শিক্ষাবিদ, সাবেক রাজ্য নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্রদের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার প্রচেষ্টার সঙ্গে যুক্ত নন এমন কর্মকর্তারাও রয়েছেন।চিঠিতে আরও বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের এখনও দুই মাস বাকি রয়েছে। তাই ব্যালট পেপার তৈরির সুযোগ এখনও আছে। তাছাড়া অঙ্গরােজ্যের আইন অনুযায়ী, যেকোনো জরুরি পদ্ধতি ব্যবহারের নিয়ম রয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উইলিয়াম ডাফি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) একটি ইমেইলে প্রতিক্রিয়া জানিয়েছেন যে, জর্জিয়ার নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার মতো আমাদের নির্বাচনী সরঞ্জামগুলোর নিরাপত্তা অঙ্গরাজ্যের নির্বাচন বোর্ডের কাছে সর্বোত্তম স্বার্থের বিষয়।তাছাড়া কফি কাউন্টিতে কথিত লঙ্ঘনের বিষয়টি জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন ও সেক্রেটারি অব স্টেটের কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এফবিআইকে সহায়তা করতে বলা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি
