বার্তাকক্ষ
প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও জিতলো সিলেট। বিকেএসপি মাঠে এক নম্বর টায়ারের এ পর্বে আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে জাকির হাসানের সিলেটের তরুণ তুর্কীরা।ম্যাচ মোটামুটি সিলেটের হাতেই ছিল। তাইবুর রহমানের ঢাকার বিপক্ষে জিততে শেষ দিন ১০৮ রান দরকার ছিল সিলেটের। জয়ের লক্ষ্যে ২১৮ রান করতে নেমে গতকাল বুধবার তৃতীয় দিন শেষেই অর্ধেকটা পথ পার হয়েছিল সিলেটের তরুণরা
কাল সিলেটের স্কোর ছিল ৩ উইকেটে ১১০। অভিজ্ঞ ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ৪২ আর অধিনায়ক জাকির হাসান ২০ রানে ক্রিজে ছিলেন।
আজ বৃহস্পতিবার শেষ দিন ১০৮ রান করতে গিয়ে আর ৩ উইকেট হারিয়েছে সিলেট। তান্না ৫১ আর অধিনায়ক জাকির হাসান ৩৮ রানে আউট হয়েছেন। এছাড়া শাহানুর ফিরে গেছেন মাত্র ৭ রানে; কিন্তু উইকেটকিপার জাকের আলী একদিক আগলে রাখেন।তরুণ পেসার তানজিম হাসান সাকিব তাকে ভালোই সহায়তা করেন। এই দুই তরুণ সপ্তম উইকেটে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। জাকির আলী একদিনের মেজাজে ৬৯ মিনিটে ৪৬ বলে ৪টি ছক্কা ও ২ বাউন্ডারিতে ৫১ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন। আগের ইনিংসে ৫ উইকেট শিকারী পেসার তানজিম সাকিবও ৩২ বলে একটি করে বাউন্ডারি ও ছক্কা সহ ১৮ রানে থাকেন নটআউট।
ঢাকা প্রথম ইনিংসে ১২৮/১০, ৬৩.১ ওভার ও দ্বিতীয় ইনিংস: ২৫৬/১০, ৮৪.৪ ওভার (মজিদ ২৫, রনি ২০, সাইফ ১৮, রাকিবুল ২৫, তাইবুর ৯, শুভাগত হোম ৮৯, নাদিফ ৬, অংকন ২৩, সুমন খান ১৫; তানজিম হাসান সাকিব ৫/৫৩, আবু জায়েদ রাহী ২/৪১, নাবিল সামাদ ২/৫৬, শাহানুর ১/৫৪)।
সিলেট প্রথম ইনিংস: ১৬৭/১০, ৭৬.১ ওভার ও দ্বিতীয় ইনিংস: ২১৮/৬, ৬৫.৪ ওভার (ইমতিয়াজ তান্না ৪২, তৌফিক খান ১২, আসাদুল্লাহ গালিব ০, অমিত হাসান ২৩, জাকির হাসান ৩৮, জাকের আলী ৫১*, শাহানুর ৭, তানজিম সাকিব ১৮*; সুমন খান ২/২২, তাইবুর রহমান ২/৩৪, শুভাগত হোম ১/৪০, সাইফ ১/১৭)।
ফল: সিলেট ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তানজিম হাসান সাকিব।
