বার্তাকক্ষ
গত মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জহির রায়হার ফিল্ম সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিনেমা উৎসব ‘একান্নবর্তী’ শুরু হয়। ‘নূতন পথের গল্প বুনি সিনেমার উৎসবে’ স্লোগান নিয়ে আজ শেষ হচ্ছে এবারের উৎসব। উৎসবের প্রথমদিনে জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে আরিফুর রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘স্কুটি’ এবং খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’। এ ছাড়া জহির রায়হানের চলচ্চিত্রের ওপর মাস্টারক্লাস নেন অমিতাভ রেজা চৌধুরী। উৎসবের দ্বিতীয় দিন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর তত্ত্বাবধানে ‘স্ক্রিপ্ট ল্যাব’ এর প্রথম সেশন অনুষ্ঠিত হয়। বিকালে তারকাকথনে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম।
সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরীর চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। আজ ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘স্ক্রিপ্ট ল্যাব’ এর শেষ সেশন অনুষ্ঠিত হবে। বিকালে তারকাকথনে থাকবেন অভিনেত্রী নাজিফা তুষি। পরে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অধ্যাপক শামীম রেজার সঞ্চালনায় ‘সেন্সরশীপ বনাম গল্প বলার স্বাধীনতা’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, আশফাক নিপুন ও মেজবাউর রহমান সুমন।
এ ছাড়া শেষ দিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সিনা হাসান, আহমেদ হাসান সানি, আকিল আশরাফ ও নবনীতা হৃদি। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত।
