শান্ত দেবনাথ, বাঘারপাড়া
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার রায় বলেছেন, ৩ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী ঘাতকেরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার মাত্র আড়াই মাসের মধ্যে জাতীয় এই চার নেতাকে হত্যা করে ঘাতকরা। শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর অবর্তমানে তারাই ছিলেন জাতির অতন্দ্র কান্ডারি। উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তির অপতৎপরতা-ষড়যন্ত্র স্বাধীনতাবিরোধীদের দেশি-বিদেশি ষড়যন্ত্র নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে। এই অপশক্তির যেকোন কর্মকাণ্ড সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এমপি রনজিৎ আরো বলেন, আমেরিকা যেখানে ঢুকেছে সেখানে ছারখার করে দিয়েছে। সেংশন দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। বিএনপির চরিত্র, তাদের ইতিহাস আবারো ভেসে উঠেছে৷ ২৮ তারিখে পুলিশ, সাংবাদিক, সাধারণ জনগন তাদের হাত থেকে রেহাই পায়নি। পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, গাড়িতে আগুন দিয়েছে। বিএনপি জামায়াতের সাথে কোনো আপস নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঝাপিয়ে পড়তে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। জামায়াত বিএনপিকে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শ্রী হরিপদ রায়। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, আসাদুজ্জামান মিন্টু, জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুন্সি বাহার উদ্দিন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ দেবনাথ অভিরাম, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নরেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক জালাল মোল্যা, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী, প্যানেল মেয়র শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সদস্য রুবেল রানা, এমএ আওয়াল সরদার, সনজিৎ বিশ্বাস, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।
জামায়াত-বিএনপিকে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে : রনজিৎ রায় এমপি
Published on
