বার্তাকক্ষ ,,আরো সৃজনশীল ফিচারসমৃদ্ধ ‘জিপিটি-৪’ নামে নতুন এক সফটওয়্যার চালু করেছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) মার্কিন প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানটি সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সফটওয়্যার এআই সিস্টেমের একটি যুগান্তকারী সর্বশেষ সংস্করণ। এর আগের সবগুলো সফটওয়্যারের তুলনায় এটি আরো সৃজনশীল। এছাড়া সফটওয়্যারটির বিভ্রান্তিকর এবং পক্ষপাতমূলক তথ্য তৈরির সক্ষমতাও সীমিত।
এ বিষয়ে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান বলেন, ‘জিপিটি-৪ আমাদের এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর এবং সমন্বিত মডেল। এটি একটি মাল্টিমোডাল মডেল। অর্থাৎ এটি ইনপুট হিসেবে ছবি এবং লেখা উভয়ই ইনপুট নিতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি সম্পর্কে প্রশ্ন করতে পারে। নতুন সংস্করণটি অধিকসংখ্যক টেক্সট ইনপুট ব্যবস্থাপনা করতে পারে। একত্রে ২০ হাজারের অধিক শব্দ মনে রাখতে এবং কাজ করতে পারে। সহজ করে বললে, সফটওয়্যারটি সম্পূর্ণ একটি উপন্যাস দ্রুত ইনপুট নিয়ে নিতে সক্ষম।’
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, নতুন সংস্করণটি গতকাল থেকে চ্যাটজিপিটি প্লাসের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অর্থাৎ চ্যাটজিপিটি প্লাসের গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন। সর্বশেষ সংস্করণের জন্য সফটওয়্যারটির নির্দেশনা সংযুক্ত করা হয়েছে।
জিপিটি-৪ পরিষেবা সরবরাহের জন্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনা করছে ওপেনএআই। এরই মধ্যে ভাষা শেখার অ্যাপ ডুয়োলিঙ্গো একটি নতুন সাবস্ক্রিপশন স্তর চালু করেছে। এছাড়া এ পরিষেবা ব্যবহার করে ডুয়োলিঙ্গো ম্যাক্স এখন ইংরেজভাষী ব্যবহারকারীদের ফরাসি বা স্প্যানিশ ভাষায় এআইচালিত কথোপকথন সরবরাহ করবে। জিপিটি-৪ ব্যবহার করে ভাষা শিক্ষার্থীদের করা ভুলগুলো ব্যাখ্যা করতে পারবে। আইরিশ-মার্কিন পেমেন্ট প্রসেসিং কোম্পানি ‘স্ট্রাইপ’ করপোরেট গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে এবং কোম্পানির সাপোর্ট ফোরামে সম্ভাব্য প্রতারকদের চিহ্নিত করতে জিপিটি-৪ ব্যবহার করছে।
ডুয়োলিঙ্গোর প্রিন্সিপাল প্রডাক্ট ম্যানেজার অ্যাডউইন বজ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময়ই আমাদের সিস্টেমের একটি বিশাল অংশজুড়ে রয়েছে। আমরা এটিকে ব্যক্তিগত পড়াশোনা এবং ডুয়োলিঙ্গো ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার জন্য ব্যবহার করছিলাম। তবে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন প্রাকটিস ও ভুলের মূল্যায়নসংক্রান্ত বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে আমাদের কিছুটা দূরত্ব ছিল। যেটা আমরা আগেই সমাধান করতে চেয়েছিলাম। জিপিটি-৪-এর সঙ্গে কোম্পানির পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করেছে, প্রযুক্তিটি আমাদের এ ধরনের পরিষেবা প্রদান করতে সক্ষম। এটি একদিনের মধ্যে ৯৫ শতাংশ নমুনা তৈরি করতে সক্ষম হয়েছে।
জিপিটি-৪-এর একটি ডেমো প্রদর্শনের সময় ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রুকম্যান সর্বশেষ সংস্করণের কয়েকটি ফিচার প্রকাশ করেন। ছবির তথ্য বা পরিচয় বর্ণনার ক্ষমতার বিষয়টিও এ সময়ে প্রদর্শন করা হয়। যদিও ছবি বর্ণনার ফিচারটি এখনো পরীক্ষাধীন।
ফাংশনটি জিপিটি-৪-কে ইনপুট করা ছবি বিশ্লেষণ এবং এ সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর দেবে। পাশাপাশি ছবিগুলোর ভিত্তিতে কাজ সম্পাদন করতে সক্ষম হবে। ব্রুকম্যান বলেন, ‘জিপিটি-৪ শুধু একটি ল্যাংগুয়েজ তথা ভাষা মডেল নয়। এটি একটি ভিশন মডেলও। এটি এমন ইনপুট গ্রহণ করতে পারে, যা ইমেজ ও টেক্সটকে সহজেই প্রাসঙ্গিক করতে পারে।’