বার্তাকক্ষ
গ্রাহকদের জন্য পোস্টপেইড পরিষেবা ‘মাইপ্ল্যান’কে আরো নতুন রূপে নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। নতুন উন্মোচিত এ পরিষেবার নামকরণ হয়েছে ‘গ্রামীণফোন প্রাইম’। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এর উদ্দেশ্য মূলত সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রামীণফোনের পোস্টপেইড গ্রাহকদের পরিবর্তনশীল ও নতুন চাহিদা পূরণে বিভিন্ন সুবিধা দেয়া।
এ অফারে প্রাইম বেসিক ব্যবহারকারীরা যেকোনো স্থানীয় অপারেটরে মিনিট ৭৫ পয়সায় কথা বলার সুযোগ পাবেন। অন্যান্য সুবিধা যেমন ১ সেকেন্ড পালস এবং এসএমএস প্রতি ৩০ পয়সা উপভোগ করতে পারবেন।
প্রথম রিচার্জে ৮৭ টাকা রিচার্জ করার মাধ্যমে প্রাইম ব্যবহারকারীরা পাবেন ৩০ দিন মেয়াদে ১২০ মিনিট টকটাইম। প্রিপেইড থেকে পোস্টপেইড সংযোগে পরিবর্তন করা বা নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে মোট নয় মাসের মেয়াদসহ ২১ দশমিক ৬ জিবি ডাটা উপভোগের দারুণ সুবিধাও থাকছে এ অফারটিতে। এছাড়া প্রাইম গ্রাহকরা ১৯৯৯ টাকায় পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট প্যাক।
যার আওতায় ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ৪০০ জিবি ডাটা, মেয়াদ ৩০ দিন।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইজিপি অ্যাপ ব্যবহার করে গ্রামীণফোন ব্যবহারকারীরা প্রাইম ব্যবহারের সুযোগ ও মাইগ্রেশন প্রক্রিয়াসহ বিস্তারিত সব তথ্য জানতে পারবেন। বিভিন্ন প্রাইম লাইফস্টাইল সুবিধা পেতে গ্রাহকরা মাইজিপি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
