বার্তাকক্ষ
দেশের বাজারে ১২ সিরিজের আরো একটি স্মার্টফোন উন্মোচন করেছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি শাওমি। ১২সি নামের স্মার্টফোনটিতে আকর্ষণীয় ডিসপ্লে, মিডিয়াটেকের চিপ ও স্টানিং ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে
রেডমি ১২সি স্মার্টফোনটিতে ২.০ গিগাহার্টজের মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসর এবং মালি-জি৫২ গেমিং জিপিইউ রয়েছে। এর পাশাপাশি ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে। শক্তিশালী পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সারা দিন ব্যাকআপ দেবে। বক্সে থাকা ১০ ওয়াটের চার্জার অল্প সময়েই সেলফোন দ্রুত চার্জ হতে সহায়তা করবে করবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসরের রেডমি ১২সি নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এ দামে ফোনটি ব্যবহারকারীদের সর্বোচ্চ পারফরম্যান্স দেবে।’
রেডমি ১২সি স্মার্টফোনটি ৬ দশমিক ৭১ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ১৬৫০x৭২০ পিক্সেল। সহজেই দুর্দান্ত ছবি তোলার অভিজ্ঞতা দিতে রেডমি ১২সি স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ব্যবহারকারীরা মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। সেলফির জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন—এ তিনটি স্টাইলিশ কালারে রেডমি ১২সি সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে। ফোনটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।
