Thursday, June 1, 2023
Homeঅর্থনীতিজ্বালানি খাতের সব কোম্পানিতে কর্মকর্তা নিয়োগের ক্ষমতা চায় পেট্রোবাংলা

জ্বালানি খাতের সব কোম্পানিতে কর্মকর্তা নিয়োগের ক্ষমতা চায় পেট্রোবাংলা

Published on

সাম্প্রতিক সংবাদ

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

বার্তাকক্ষ আইফোন ১৫ প্রো ম্যাক্সের উন্মোচনকে ঘিরে ব্যাপক আগ্রহ জেগেছে অ্যাপলপ্রেমীদের মধ্যে। সম্প্রতি স্মার্টফোনবিষয়ক তথ্যদাতা...

সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু করছে স্যামসাং

বার্তাকক্ষ সেলফ রিপেয়ারিং প্রোগ্রামের বিষয়ে বর্তমানে অনেকেই অবগত। বিশ্বের সব দেশে সেভাবে এটি চালু না...

সাড়ে ৪৩ কোটি ডলার বিনিয়োগ চায়না টেলিকমের

বার্তাকক্ষ কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠায় ৩০০ কোটি ইউয়ান বা ৪৩ কোটি ৪০ লাখ ডলার...

এমএসআইয়ের নতুন ল্যাপটপ স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি

বার্তাকক্ষ জার্মানির অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সিডিজের সঙ্গে চুক্তি করেছে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি মাইক্রো স্টার...

বার্তাকক্ষ
কেন্দ্রীয়ভাবে জ্বালানি খাতের সব কোম্পানিতে কর্মকর্তা নিয়োগ দিতে চায় পেট্রোবাংলা। ইতোমধ্যে পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানির বোর্ড এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে।
এখন রষ্ট্রায়ত্ব কোম্পানিগুলো নিজেরাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কর্মী নিয়োগ করে থাকে। কোনও কোনও প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিয়োগ পরীক্ষার একটি অংশ সম্পাদন করে থাকে। এরপর মৌখিক পরীক্ষাগুলো কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয়।
কিন্তু সম্প্রতি পেট্রোবাংলা থেকে কেন্দ্রীয়ভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ করা হয়। বিষয়টি জ্বালানি বিভাগের সমন্বয় সভায় আলোচনাও করা হয়েছে।
ওই সভায় পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, কেন্দ্রীয়ভাবে পেট্রোবাংলার মাধ্যমে কর্মকর্তা নিয়োগের বিষয়টি ইতোমধ্যে পেট্রোবাংলার অধিনস্ত কোম্পানিগুলোর বোর্ডে অনুমোদন করা হয়েছে। এখন জ্বালানি বিভাগের সম্মতি পেলেই কার্যক্রম শুরু করা হবে।
জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, পেট্রোবাংলার কোনও কোনও কোম্পানিতে দীর্ঘ সময় ধরে কর্মী নিয়োগ হয় না। আবার পদোন্নতি হওয়ার বিষয়েও জটিলতা রয়েছে। কোনও কোনও কোম্পানির কর্মীরা নিজেরাই মামলা করে পদোন্নতিসহ কর্মী নিয়োগ আটকে রেখেছেন।
সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) এ ধরনের কিছু ঘটনা রয়েছে। তিনি চেষ্টা করছেন সমস্যাগুলো সমাধান করতে। ইতোমধ্যে বেশ কিছু সমস্যা সমাধান করে কর্মীদের পদোন্নতি দেওয়া হয়েছে। জন্দ্রেনাথ সরকার জ্বালানি বিভাগকেও পেট্রোবাংলার অধিনস্ত কোম্পানিগুলোর কর্মকর্তাদের পদন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
সারাদেশে গ্যাস অনুসন্ধান, উত্তোলন, সঞ্চালন, বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সবকটি পেট্রোবাংলার অধীনে। রাষ্ট্রায়ত্ব কোম্পানিগুলোর বেশিরভাগের শতভাগ শেয়র সরকারের। তবে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির আংশিক শেয়ার অবমুক্ত করা হয়েছে।
গ্যাস বিতরণ কোম্পানির মতো সরকারের বিদ্যুৎখাতেও কোম্পানি রয়েছে। এসব কোম্পানির চাকরিতে ও ও আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।
তবে কেন্দ্রীয়ভাবে কর্মী নিয়োগ দেওয়ার সমালোচনা করেছেন কেউ কেউ। তিতাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনও কোম্পানিতে যদি সমস্যা থেকে থাকে তার সমাধান ওই কোম্পানির হাতেই ছেড়ে দেওয়া উচিত। অথবা তাদের বিষয়টি সমাধান করে দেওয়া উচিত। কিন্তু এভাবে কর্মী নিয়োগ দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া উচিত না। তাহলে ওই কোম্পানি কোনও দিন স্বাবলম্বী হতে পারবে না। তিনি বলেন, জ্বালানি বিভাগের কোম্পানিগুলো সাবলম্বী হতে না পারার প্রধান কারণ তাদের ওপর বেশি বেশি হস্তক্ষেপ করা।
অন্যদিকে কোম্পানি আইন অনুযায়ী নিয়োগ দেওয়ার অধিকার কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে থাকে। কিন্তু পেট্রোবাংলার ইচ্ছায় সেখানেও পরিবর্তন আনতে হবে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

যেসব পণ্যের দাম বাড়তে-কমতে পারে

বার্তাকক্ষ রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে আগামী বাজেটে করহার ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। বিশেষ করে নিত্যব্যবহার্য...

ডলারের দাম আরও বাড়লো

বার্তাকক্ষ রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বৈধ পথে...

অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

বার্তাকক্ষ করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত...