ঝিকরগাছায় কাদামাটি সাহিত্য উৎসব

0
20

এমামুল হাসান সবুজ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের পাড়ে কাদামাটি সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, কোলকাতা ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের লোক গবেষক প্রফেসর ড. গাজী আব্দুর রহিম। প্রবন্ধপাঠক হিসেবে উপস্থিত ছিলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর কবি ড. সন্দীপক মল্লিক। কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা সহকারি কমিশনার (ভূমি) কে.এম মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, কবি ও লেখক নজরুল ইসলাম খান, লেখক ও গবেষক বাবর আলী গোলদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাহিত্য আসরের প্রধান সমন্বয়কারী ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইফুদ্দিন সাইফুল। অনুষ্ঠানে দেশের ১৮টি জেলা থেকে আসা কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁন বলেন, ‘ভাষা ও সংস্কৃতি এক হওয়ার কারণে যখন সাহিত্য নিয়ে আলোচনা হয় তখন দুই বাংলার (ভারত-বাংলাদেশ) শেকড় এক জায়গায় সেটা নতুন করে আবার দেখা যায়। আমাদের সাহিত্য-সংস্কৃতি-ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি। ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল বলেও জানান।