ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় নতুন ভোটারদের মাঝে শুভেচ্ছাপত্র বিতরণ শুরু হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছা পৌর সদরের সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নতুন ভোটারদের মাঝে শুভেচ্ছা পত্র বিতরণ কার্যক্রসের উদ্ভোধন করেন, যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে মোস্তফা আশীষ ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌফিক আলম কৌশিক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুবও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব সিপার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, পল্লী বিদ্যূৎ সমিতির সাবেক পরিচালত তৌফিক আলম স্বপন, মানবাধিকার নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, মোখলেছুর রহমান কেটি। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা আওয়ামীলীগ সদস্য মোস্তফা আশীষ ইসলাম শুভেচ্ছা পত্র, টি-শার্ট ও ক্যাপ পরিয়ে দেন।