ঝিকরগাছায় হোমিও চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
14

ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় প্রতারক হোমিও চিকিৎসক সাধন কুমার দাসকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একলাখ টাকা জরিমানাসহ তার চিকিৎসালয়টি সিলগালা করে দিয়েছে। জানাগেছে, উপজেলার শিওরদাহ বাজারে সাধন কুমার দাস নামের এই হোমিও চিকিৎসক মিথ্যা ডিগ্রি ছাপিয়ে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। যশোর জেলার সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাসের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নজওে নেয়। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের নেতৃত্বে শিওরদাহ উষা হোমিও হলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তার দোকান অসংখ্য অবৈধ বিদেশী ঔষধ উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। চিকিৎসক নামধারী সাধন কুমার দাস নিজের (চিকিৎসক) কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এক লক্ষ টাকা জরিমানাসহ দোকানটি সিলগালা করে দেয়া দিয়েছেন। অভিযান কালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রশিদুল আলম, হেলথ ইন্সপেক্টর ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন এবং শিওরদাহ ফাড়ির ইনচার্জ সোহেল রানাসহ অন্যান্য পুলিশ সদস্যরা।