ঝিকরগাছার পানিতে ডুবে শিশুর মৃত্য

0
19

ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বাবা-মায়ের সাথে খালাবাড়ি বেড়াতে গিয়ে মিথিলা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড় পোদাউলিয়া গ্রামে। মিথিলা খাতুন উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নন্দীডুমুর গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। জানাগেছে, গত শনিবার মিথিলা তার পিতা-মাতা ও দাদির সাথে বড় পৌদাউলিয়া গ্রামে খালু সামছুর গাজীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার দুপুরে অন্য শিশুদের সাথে খালাবাড়ির পাশে জাহান আলী মেম্বারদের ঘাটবাধা পুকুরে গোসল করতে নেমে অসাবধানতা বশত পুকুরে ডুবে যায়। পরে তাকে না পেয়ে পরিবারসহ স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুজির একপর্যায়ে শিশু মিথিলা খাতুন উদ্ধার করে বাগআঁচড়া জোহুরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করে। বিকালে মিথিলার লাশ নিজবাড়ি নন্দীডুমুর গ্রামে নিয়ে গেছে বলে জাহান আলী মেম্বার জানিয়েছেন।