মো. মহিউদ্দীন, ঝিনাইদহ
জাতীয় উৎপাদন বৃদ্বির লক্ষ্যে ঝিনাইদহে ১৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে , ভুট্টা, চিনাবাদামসহ তেল ও মসলাজাতী ফসল সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ সার ও বীজ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম রেজা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব। কৃষি অফিসের কর্মকর্তারা জানায়, চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ হাজার ৯’শ ৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রথম দিনে ৬ হাজার কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। আগামী ৭ দিনের মধ্যে কৃষকদের মাঝে সর্বমোট ৩৬.৬৯ মেট্টিক টন বীজ, ১৮০.০৬ মেট্টিক টন ডিএপি ও ১৫৫.৫ মেট্টিক টন এমওপি সার বিতরণ করা হবে।
ঝিনাইদহে জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু
Published on
