ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলা একাডেমির সহযোগিতায় ঝিনাইদহ প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলা একাডেমির সংকলন বিভাগের উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। আলোচনা সভা শেষে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদাণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।