টানা ব্যস্ততায় নুসরাত ফারিয়া

0
10

বার্তাকক্ষ ,,টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে টেলিভিশন উপস্থাপনা ছেড়ে কাজ করছেন চলচ্চিত্রে। ক্যারিয়ারের এই সময়ের মধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল কাজ। ভীষণ ব্যস্ততায় সময় কাটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সঙ্গে ছিলেন নায়ক ফেরদৌস। এরই মধ্যে ফারিয়া জানালেন, টানা শুটিং ব্যস্ততায় যাচ্ছে তার সময়। গত একমাসে ৫টি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল-৭১’ সিনেমার শুটিং করেছেন। ছবিটির ডাবিং বাকি।
কলকাতায় ‘বিবাহ অভিযান-২’ ছবির শুটিং করেছেন। এর মধ্যে রাজ চক্রবর্তীর বহুল প্রশংসিত ‘প্রলয়’ ছবির সিক্যুয়ালে ‘আবার প্রলয়’ ছবিতে কেমিও করেছেন ফারিয়া। একটি গানেও তিনি অতিথি হয়েছেন। ফারিয়া বলেন, এই ব্যস্ততায় আমি অনেক হ্যাপি। ‘আবার প্রলয়’ ছবিতে প্রায় ৬ শতাধিক আর্টিস্ট নিয়ে ধামাকা আইটেম গানের শুটিং করেছেন ফারিয়া। জানিয়েছেন, এই গানটির শিরোনাম ‘খেলা হবে’। গানটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, লার্জার স্কেলে শুটিং করা। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।