টানা ৬ বার ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড বাংলালিংকের

0
11

বার্তাকক্ষ ,,দেশের দ্রুততম মোবাইল অপারেটর হিসেবে ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলালিংক। তিন বছর ধরে টানা ষষ্ঠ বারের মতো এ অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ দশমিক ৪৯ স্পিড স্কোর নিয়ে ওকলার ২০২২ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের রিপোর্টে প্রথম স্থানে রয়েছে বাংলালিংক।
স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর ডাটা সংগ্রহ করে ওকলা। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত। বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৩’ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অসের নেতৃত্বে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
বাংলালিংক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের সর্বত্র বাংলালিংকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম পরিষেবা এ অর্জনে ভূমিকা রেখেছে। ২০২২ সালে দেশব্যাপী অপারেটরটির নেটওয়ার্ক প্রায় ৪০ শতাংশ সম্প্রসারণ করা হয়। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটির মোট সাইটের সংখ্যা ১৪ হাজার ৫০০ ছাড়িয়েছে। বাংলালিংকের দাবি, উন্নত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার জন্য বাংলালিংক ২০২২ সালে দেশের অপারেটরদের মধ্যে সর্বাধিক সংখ্যক গ্রাহক অর্জনে সক্ষম হয়েছে।
বিশেষ এ অর্জন সম্পর্কে প্রতিষ্ঠানটির সিইও এরিক অস বলেন, ‘তিন বছরে টানা ষষ্ঠবারের মতো বিশেষ এ পুরস্কার অর্জন নেটওয়ার্কের মানের ওপর ধারাবাহিকভাবে আমাদের গুরুত্বারোপের প্রমাণ। সর্বোচ্চ গতির ইন্টারনেট দীর্ঘ সময় ধরে আমাদের নেটওয়ার্কের বিশেষ একটি বৈশিষ্ট্য। এখন দেশব্যাপী নেটওয়ার্কের কারণে আমরা আরো অধিক সংখ্যক গ্রাহকের কাছে এর সব সুবিধা পৌঁছে দিতে পারছি। ডিজিটাল অপারেটর হিসেবে আমরা গ্রাহকদের উন্নত ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ইন্টারনেটের গতিতে বর্তমান অবস্থান বজায় রাখতে চাই।’
এ প্রসঙ্গে ওকলার সিইও ডোগ সাটলস বলেন, ‘সেরা ইন্টারনেটের গতি ও পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের ওকলার স্পিডটেস্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়। বাংলালিংককে আবার বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা আনন্দিত। ২০২২ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলালিংক বিশেষ এ স্বীকৃতি পেয়েছে।’