টুইটারের বিকল্প প্লাটফর্ম চালুর চেষ্টায় মেটা

0
10

বার্তাকক্ষ ,,টেক্সটভিত্তিক নতুন স্বতন্ত্র সামাজিক যোগাযোগমাধ্যম তৈরিতে কাজ করছে মেটা। নতুন প্লাটফর্মটি টুইটার ও মাস্টোডনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা সংশ্লিষ্ট ও বাজার বিশ্লেষকদের। খবর বিবিসি।বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকার ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র বলেন, ‘‌টেক্সট মেসেজ আদান-প্রদানে বর্তমানে আমরা নতুন স্বতন্ত্র যোগাযোগমাধ্যমের উন্নয়নে কাজ করছি। আমাদের বিশ্বাস কনটেন্ট নির্মাতা ও সাধারণ ব্যবহারকারী পছন্দের বিষয়ে তাদের মতামত জানাতে পারবে এমন আলাদা জায়গার প্রয়োজনীয়তা রয়েছে।’
ইলোন মাস্কের হাতে মালিকানা যাওয়ার পর মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার ঘিরে অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে ব্যয় কমানোর জন্য কর্মী ছাঁটাই থেকে শুরু করে আরো উদ্যোগ নেয়া হচ্ছে। আর এখনই সুযোগ লুফে নেয়ার সুযোগ মেটার হাতে।
অধিগ্রহণের পর থেকে টুইটারের বিজ্ঞাপন আয় ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট পুনরায় চালুর পাশাপাশি পেইড ভেরিফিকেশন পরিষেবা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে এর পর থেকে অনেক কোম্পানি টুইটারে বিনিয়োগ বন্ধ করে দিয়েছে।
মানিকন্ট্রোলের তথ্যানুযায়ী, মেটার নতুন অ্যাপটির কোডনেম পি৯২। ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রামের ক্রেডেনশিয়াল ব্যবহার করে এ প্লাটফর্মে প্রবেশ করতে পারবে। ২০১৬ সালে টুইটারের বিকল্প হিসেবে মাস্টোডনের যাত্রা। এটি তৈরিতে যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে মেটার অ্যাপেও সেটি ব্যবহার করা হবে। নতুন অ্যাপটি কেন্দ্রীভূত থাকবে না। অর্থাৎ এটি কোনো মালিকানায় থাকবে না, কেউ অধিগ্রহণ করতে পারবে না, এমনকি চাইলেও বিক্রি করা যাবে না।