Thursday, June 1, 2023
Homeআইটিটুইটার কিনে বিপাকে ইলোন মাস্ক

টুইটার কিনে বিপাকে ইলোন মাস্ক

Published on

সাম্প্রতিক সংবাদ

কী কথা তাহার সাথে!

মহসীন হাবিব যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে শোরগোলের মধ্যেই খানিকটা নীরবেই দুই দিনের সফর শেষ করেছেন...

চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলারদের নিয়ে টানাটানি, মোহামেডান কি পারবে ধরে রাখতে?

বার্তাকক্ষ একটি ট্রফি বদলে দিয়েছে মোহামেডানকে। ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের এবং ৯ বছর...

বাজেট ভাবনা গবেষণা ও আবাসনে বরাদ্দ বাড়ানো উচিত

বার্ট্রান্ড রাসেলের মতে, ‘মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধি। শিক্ষার মাধ্যমে এর...

দ্বাদশ জাতীয় নির্বাচন ইসির রোডম্যাপের অগ্রগতি জানতে চায় জাপান

বার্তাকক্ষ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে জাপান। দেশটির রাষ্ট্রদূত উইয়ামা কিমিনোরি...

বার্তাকক্ষ
মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে যেন কিছুটা বিপাকেই পড়েছেন ইলোন মাস্ক! এমনকি সঠিক ব্যক্তি পেলে তিনি টুইটার বিক্রি করে দিতেও রাজি। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন অবস্থান তুলে ধরেন এ মার্কিন ধনকুবের। সানফ্রান্সিসকো থেকে প্রচারিত সেই সাক্ষাৎকারটি লাইভ উপভোগ করেছে প্রায় ত্রিশ লাখ দর্শক।
বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলোন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেন টুইটার। সামাজিক যোগাযোগমাধ্যমটি পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি একে প্রচণ্ড মানসিক চাপমূলক কাজ বলে অভিহিত করেন। জানিয়েছেন, গত কয়েক মাস অত্যন্ত দুশ্চিন্তায় কেটেছে তার। তারপরও তিনি মনে করেন টুইটার ক্রয় করা সঠিক সিদ্ধান্ত ছিল। মাস্কের দাবি অনুযায়ী, বর্তমানে সবকিছু ঠিকঠাকই চলছে। তবে কাজের প্রয়োজনে মাঝেমধ্যে তাকে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটা জায়গা বরাদ্দ রয়েছে তার জন্য। সেখানে কেউ বিরক্ত করে না। তার ভাষায়, ‘টুইটার পরিচালনা করাটা বেশ যন্ত্রণাদায়ক। বিরক্তিকর নয়, টুইটার আসলে রোলারকোস্টারের মতো।’
মাস্ক যখন টুইটার কিনলেন, তখন কর্মীর সংখ্যা ছিল প্রায় আট হাজার। সেখান থেকে ছাঁটাই করে সংখ্যাটা এখন প্রায় দেড় হাজারে নামিয়ে এনেছেন। কাজটা তার জন্য মোটেও সহজ ছিল না। ছাঁটাই করার সময় অনেকের সঙ্গে মুখোমুখি কথাও হয়ে ওঠেনি। প্রতিষ্ঠান ছেড়েছে অনেক দক্ষ ইঞ্জিনিয়ার। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে টুইটারে। প্রশ্ন দেখা দিয়েছে প্লাটফর্মটির স্থিতিশীলতা নিয়ে। তবে সবকিছু পার করে এই মুহূর্তে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে প্লাটফর্মটি।
টুইটার অধিগ্রহণকালে অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানই পিছু সরে গিয়েছিল। তাদের অধিকাংশই সম্প্রতি ফিরে এসেছে। খরচ কমিয়ে আনার জন্য ছাঁটাইয়ের সিদ্ধান্তও বলতে গেলে সফল। এতদিন পর হলেও কিছুটা সুফল বয়ে আনতে শুরু করেছে। ছাঁটাই প্রসঙ্গে মাস্ক বলেন, ‘অর্থপ্রবাহের সূচকে টুইটার ঋণাত্মক অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেয়া ছিল জরুরি। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রান্তিকেই আমরা অর্থপ্রবাহের সূচকে ঊর্ধ্বগতি দেখতে পাব।’
এদিকে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার বিনিয়োগকারীরা মাস্কের সমালোচনা করেছিলেন। টুইটারে মাত্রাতিরিক্ত সময় ব্যয় করার জন্য টেসলার অগ্রগতিতে লক্ষ্যমাত্রা ছুঁতে না পারা নিয়ে। সেদিকে লক্ষ্য রেখেই মাস্ক ইঙ্গিত দিয়েছেন টুইটার ত্যাগের। চলতি বছরের শেষ দিকে ভালো সময় দেখে টুইটারে নতুন সিইও যুক্ত হবে এমনটা জানিয়েছে বহু আগে।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলোন মাস্ক। আনুমানিক ব্যক্তিগত সম্পদ প্রায় ১৯ হাজার কোটি ডলার। ফোর্বসের সাম্প্রতিক প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তিনি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ল্যাপটপ-কম্পিউটারের দাম আরও বাড়ার শঙ্কা

বার্তাকক্ষ এবারের বাজেট প্রস্তাবে কম্পিউটার ও ল্যাপটপ আমদানির ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের...

মোবাইল ফোনের দাম আরও বাড়বে

বার্তাকক্ষ দেশে তৈরি মোবাইল ফোনের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই...

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

বার্তাকক্ষ আইফোন ১৫ প্রো ম্যাক্সের উন্মোচনকে ঘিরে ব্যাপক আগ্রহ জেগেছে অ্যাপলপ্রেমীদের মধ্যে। সম্প্রতি স্মার্টফোনবিষয়ক তথ্যদাতা...