Tuesday, September 26, 2023
Homeজাতীয়ট্রেনের স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে নেই বাড়তি চাপ

ট্রেনের স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে নেই বাড়তি চাপ

Published on

সাম্প্রতিক সংবাদ

সংখ্যালঘু কমিশন এবার বাস্তবায়ন হোক

বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অবৈধভাবে ভূমি দখল ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার...

এমারেল্ড অয়েলের সঙ্গে যমুনা এডিবল অয়েলের চুক্তি

প্রতিদিনের ডেস্ক পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ...

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দূর্গাপূজার প্রতিমা

নিজস্ব প্রতিবেদক আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।...

‘কোনো কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো’

প্রতিদিনের ডেস্ক ২০১০ সালে এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে আরও একবার...

বার্তাকক্ষ
আজ (শনিবার) থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। যেসব যাত্রী অনলাইনে টিকিট কাটতে পারেননি তাদের জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। তবে যাত্রা শুরুর দিনে স্ট্যান্ডিং টিকিট কাটায় বাড়তি চাপ দেখা যাচ্ছে না।শনিবার (২৪ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন চিত্রই দেখা গেছে।
ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অনেকেই ট্রেন যাত্রাকে বেছে নেন। এ বছর ঈদুল আজহার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ঈদযাত্রা শুরুর দিনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। অনলাইনে যেসব যাত্রী টিকেট পেয়েছেন তারা আগেই স্টেশনে প্রবেশ করছেন। আর যেসব যাত্রীরা অনলাইনে আগে টিকিট কাটেননি তারা স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট কাটছেন। তবে স্ট্যান্ডিং টিকিট কাটায় নেই তেমন ভোগান্তি।
কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ১ থেকে ৬ নং কাউন্টার থেকে দেওয়া হচ্ছে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট। কাউন্টারগুলোতে নেই তেমন লাইন। ফলে সকাল থেকে যারাই টিকেট কাটতে আসছেন তারা ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন।
মো. শিপন নামের এক ব্যক্তি বলেন, অনলাইনে টিকিট কাটিনি। জরুরি ভিত্তিতে আজ চলে যাচ্ছি তাই স্টেশনে এসেই টিকিট কাটলাম। সিলেটে গ্রামের বাড়ি যাচ্ছি। জয়ন্তিকা ট্রেনের স্ট্যান্ডিং একটা টিকিট কেটেছি।
শাহরিয়ার নামের আরেক যাত্রী বলেন, সবাই জানে অনলাইনে টিকট কাটাতে হয়। তাই যারা কাটতে পারেননি তারা হয়তো আর স্টেশনে আসেননি। স্টেশনে এসে কাউন্টারেও কিছু টিকিট পাওয়া যায় এবং কাউন্টারে একটু চাপ কম। সহজেই কাউন্টার থেকে টিকিট পেয়েছি।
স্টেশনে টিকিট বিক্রির বিষয়ে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আমরা ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে দিচ্ছি। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের স্টেশনে প্রবেশে যেন কোন অসুবিধা না হয়, সেজন্য এবার আমরা অন্য পাশে ১ থেকে ৬ নং কাউন্টার থেকে এই টিকিটগুলো দিচ্ছি। সকাল থেকে স্ট্যান্ডিং টিকিটের চাপ কিছুটা কমই দেখা যাচ্ছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রতিদিনের ডেস্ক রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে...

‘এলপিজির দাম বেশি নিলে ডিলারদের লাইসেন্স বাতিল’

প্রতিদিনের ডেস্ক সরকার নির্ধারিত দামের চেয়ে তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেশি নিলে প্রয়োজনে ডিলারদের...

বিশ্বের মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার

প্রতিদিনের ডেস্ক বিশ্বের বেশিরভাগ মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।...