বার্তাকক্ষ
ডিএক্সওমার্ক গুণগত মান মূল্যায়নের জন্য নিবেদিত বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় ল্যাবরেটরি। এ ল্যাবরেটরি বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের গুণগত মান যাচাই করে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তি হিসেবে বেঞ্চমার্ক সেট করে। ডিএক্সওমার্কের মূল্যায়ন বলছে, অপো ফাইন্ড এক্স৬ প্রো ফটো, ভিডিও, জুম এবং বোকেহ এ সাব-ক্যাটাগরিগুলোয় ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম।
ফাইন্ড এক্স৬ প্রোর ক্যামেরা সেটআপে আছে ১-ইঞ্চি সেন্সরসহ একটি উন্নত ওয়াইড ক্যামেরা, সেই সঙ্গে গ্রাউন্ডব্রেকিং পেরিস্কোপ টেলিফটো ও উচ্চমানের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ফোনের ওয়াইড ক্যামেরা ও আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় রয়েছে স্মার্টফোন খাতের সবচেয়ে বড় সেন্সর এবং মারিসিলিকন এক্সসহ পরবর্তী প্রজন্মের ইমেজ প্রসেসিং আর্কিটেকচার।
অপো ফাইন্ড এক্স৬ প্রো কম-আলো (লো লাইট) এবং অন্ধকারেও সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। ডিএক্সওমার্কের মূল্যায়ন অনুসারে, অপো ফাইন্ড এক্স৬ প্রো ছবি তোলার সময় শুধু সঠিক এক্সপোজার ও রঙই নিশ্চিত করে না, বরং কম নয়েজসহ অসাধারণ টেক্সচারের ছবি তুলতে সাহায্য করে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে স্মার্টফোন ফটোগ্রাফির জন্য সেরা পছন্দ অপো ফাইন্ড এক্স৬ প্রোর ক্যামেরা।
ফাইন্ড এক্স৬ প্রোর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় রয়েছে ১/১.৫৬-ইঞ্চির সেন্সর এবং স্মার্টফোনের পেরিস্কোপ ক্যামেরার সবচেয়ে বড় অ্যাপারচার, যা ডিএক্সওমার্কের মূল্যায়নে উচ্চ স্কোর (ফোনের জুম করার সক্ষমতা) অর্জন করতে সক্ষম হয়েছে। পরীক্ষায় দেখা যায়, এ ফোনের ক্যামেরা যেকোনো ধরনের আলোয় দশমিক ৬ থেকে ৩ দশমিক ৫ গুণ পর্যন্ত জুম করে সব ডিটেইলস ক্যাপচার করতে পারে। পোর্ট্রেট, গ্রুপ ফটো ও ভিডিও ক্যাটাগরিতে ফাইন্ড এক্স৬ প্রো সর্বোচ্চ স্কোর অর্জন করেছে।
