বার্তাকক্ষ
জাপান সরকারের সহায়তা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট টেকনোলজিতে (ইইউবি) ৫০ হাজার কোটি ইয়েন বা ৩৭০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রন। সম্প্রতি কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
হালনাগাদ এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ইইউভি) প্রযুক্তির চিপ উৎপাদনকারী মেশিনের মাধ্যমে ১-গামা চিপ তৈরি করা হবে। এরপর ইমেজ প্রসেসিং নেটওয়ার্কের মতো জটিল অ্যাপ তৈরিতে যেসব উপাদান প্রয়োজন সেগুলোর ব্যাপক উৎপাদনে এটি ব্যবহার করা যাবে।
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, জাপানে প্রথম ইইউভি প্রযুক্তি নিয়ে আসা একমাত্র সেমিকন্ডাক্টর কোম্পানি হবে মাইক্রন। এছাড়া কোম্পানিটি ২০২৫ সাল থেকে জাপান ও তাইওয়ানে ১-গামা নোড তৈরিতে ইইউভি প্রযুক্তি ব্যবহার করবে। গত বছর হিরোশিমায় উচ্চক্ষমতার ও বিদ্যুৎসাশ্রয়ী ১-বেটা ডায়নামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরির (ডির্যাম) উৎপাদন শুরু করেছে যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি। এর পরই নতুন এ ঘোষণা দেয়া হলো। বিদ্যুৎ চলে গেলে ডির্যাম মেমোরি চিপের সংরক্ষণ সক্ষমতা হারায়।
