সুমন ব্রহ্ম, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার চুকনগর ইউনিয়ন পরিষদের পেছনে গরু-হাট এলাকা থেকে ৯টি ককটেলসহ (লাল কসটেপে পেচানো) ৪টি কাচের বল ও ৩টি জালের কাঠি উদ্ধার হয়েছে। থানা পুলিশ গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এগুলো উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুকনগর গরু-হাট এলাকায় বেশ কিছু লোকজন জড়ো হয়। কিছুক্ষণ পরে সেখানে শব্দ হয় লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা অবস্থায় লাল কসটেপ পেচানো ৯টি ককটেল উদ্ধার করে। যার মধ্যে একটি বিস্ফোরিত ছিল। এছাড়া সেখান থেকে ৪টি কাচের বল ও ৩টি জালের কাঠি উদ্ধার করে। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম জানান, চুকনগর গরুহাট এলাকা থেকে নাশকতার কাজে ব্যবহৃত বিস্ফোরণ জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ছিল ৯টি ককটেল যা (লাল কসটেপ দিয়ে পেচানো) তার মধ্যে একটি বিস্ফোরিত। এছাড়া ৪টি কাচের বল ও ৩টি জালের কাঠি পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটা রাজনৈতিক ইস্যু হতে পারে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।
