সুমন ব্রহ্ম, ডুমুরিয়া
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া মোড়ে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল রোববার বেলা সোয়া ১২টায় ৩টি বুলডোজার দিয়ে এ উচ্ছেদ কার্যক্রম পাচিালিত হয়। অভিযানে সড়কের উত্তর পাশে থাকা চারতলা বিশিষ্ট একটি ভবনসহ কয়েকটি টিনসেডের দোকানঘর ও গাছপালা কেটে দেয়া হয়। খুলনা সড়ক ও জনপদ বিভাগ সুত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক বৃদ্ধিতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মোড়ে কাজ শুরু হয়। কিন্তু সড়কের জায়গা দখলে নিয়ে কতিপয় লোকজন ভবনসহ দোকান-ঘর তৈরী করেন। তবে ওই লোকজনদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য কয়েক দফা লিখিত আদেশ দেন সড়ক কর্তৃপক্ষ। কিন্তু তারা ওই আদেশ অমান্য করেন। ফলে সড়ক বৃদ্ধি করণের লক্ষ্যে গতকাল রোববার বেলা সোয়া ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে ৩টি বুলডোজার কাজে লাগানো হয়। যা দিয়ে মোড়ের উত্তর পাশে থাকা শেখ ইকরামুল ইসলাম ও ইনামুল শেখদের চারতলা বিশিষ্ট একটি বিশাল ভবন ভেঙ্গে দেয়া হয়। এছাড়াও ইব্রাহীম সানার টিনসেডের তৈরী করা কয়েকটি দোকান-ঘর উচ্ছেদসহ কয়েকটি গাছ কেটে দেয়া হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত চল এ উচ্ছেদ কার্যক্রম। অভিযানে নেতৃত্বে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের ষ্টেট ও আইন কর্মকর্তা (উপ-সচিব) অনিন্দিতা রায় এবং খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান মাসুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে সহায়তায় ছিল ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ষ্টেশন টীম। এ সময় উৎসুক ভীড়ও ছিল লক্ষনীয়।
