ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ ল্যাপটপ বিতরণ করেন। জানা গেছে, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক বরাদ্দকৃত ৭৮টি ল্যাপটপ ডুমুরিয়া উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম প্রমুখ।