Monday, December 4, 2023
Homeচিকিৎসাডেঙ্গু কাড়লো আরও ৭ প্রাণ, নতুন রোগী ১৯১২

ডেঙ্গু কাড়লো আরও ৭ প্রাণ, নতুন রোগী ১৯১২

Published on

সাম্প্রতিক সংবাদ

গাজার দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

প্রতিদিনের ডেস্ক তিন দিনের ভারী বোমাবর্ষণ শেষে এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি...

ফিলিপাইনে দুই দিনে তৃতীয় বার ভূমিকম্পের আঘাত

প্রতিদিনের ডেস্ক ফিলিপাইনে গত দুই দিনে তিন বার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৪...

যিনি জোয়াল কাঁধে নিয়েছেন তিনিই বুঝবেন হালকা না ভারী: সাঈদ খোকন

প্রতিদিনের ডেস্ক জাতীয় পার্টি লাঙলের প্রার্থী কাজী ফিরোজ রশিদকে ইঙ্গিত করে সাঈদ খোকন বলেন, আমরা...

ঢাকার তিন আসনে মনোনয়ন বাতিল হলো ১৫ প্রার্থীর

প্রতিদিনের ডেস্ক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। এরই মধ্যে...

প্রতিদিনের ডেস্ক॥ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩২ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন ডেঙ্গুরোগী। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৪১৩ জন রোগী।
বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৫৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন এবং ঢাকার বাইরের ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮৫ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৩২০ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৬৪৭ জন।
গত ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭৭ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৭৯৫ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৭ হাজার ৬৬০ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ডেঙ্গুতে ঢাকায় একজনের মৃত্যু

প্রতিদিনের ডেস্ক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...

২৪-২৫ ফেব্রুয়ারি ঢাকায় পিএইচএ গ্লোবাল সামিট

প্রতিদিনের ডেস্ক দেশে প্রথমবারের মতো প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) গ্লোবাল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী...

সমকামীরা এইডসে আক্রান্ত হচ্ছেন বেশি

প্রতিদিনের ডেস্ক কভাইরাস সৃষ্ট রোগ এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। রোগটি মানব শরীরের রোগ...