বার্তাকক্ষ
জাতীয় দলের হেড কোচ, ব্যাটিং আর বোলিং কোচ ছাড়া এইচপি আর বয়স ভিত্তিক দলের বেশির ভাগ কোচই আসেন এক বছরের জন্য। তাদের সঙ্গে প্রথমদিকে এক বছরের চুক্তি হয়। এবার এইচপির নতুন ব্যাটিং কোচ হিসেবে যাকে নেয়া হয়েছে, সেই ডেভিড হ্যাম্পের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে বিসিবি।
কেন, কি কারণে প্রাথমিকভাবে ২ বছরের জন্য চুক্তি করা হলো? হাই পারফরমেন্স ইউনিট চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় দিয়েছেন এর ব্যাখ্যা।
জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালকের ব্যাখ্যা, ‘অবশ্যই দীর্ঘ মেয়াদি চিন্তা থেকেই ডেভিড হ্যাম্পের সাথে ২ বছরের জন্য চুক্তি করা হয়েছে।’
‘একজন কোচের অধীনে যত বেশিদিন থাকবে ক্রিকেটাররা, তাদের (ক্রিকেটারদের) বোঝাপড়াটাও তত ভালো হয়। ওই খেলোয়াড় সম্পর্কে কোচের ধারণাটা ভালো হয়। কোচের সঙ্গেও বোঝাপড়াটা ভালো হয়। যে কারণে দুই বছরের জন্য ডেভিড হ্যাম্পের সাথে চুক্তি করেছি।’
