বার্তাকক্ষ
স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত কাউকে দোষী বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল হাসপাতালের আলোচিত গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহা।
শনিবার (২৪ জুন) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি ওই সময় ছিলাম না এমনকি জানতাম না এই রোগী সম্পর্কে।সংযুক্তা সাহা বলেন, আমি লাভের জন্য লাইভ করিনি। অনলাইনে বুস্টিংও করিনি। মানুষের মাঝে নরমাল ডেলিভারি নিয়ে সচেতনতায় এটি করতাম। জনসচেতনতার জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ করতাম। রোগীরা স্ব-প্রণোদিত হয়ে লাইভে যুক্ত হতো।
১৩ বছর যাবৎ বিএমডিসি নিবন্ধন নেই কেন জানতে চাইলে ডা. সংযুক্তা সাহা বলেন, আমার আগেই নিবন্ধন নেওয়া উচিত ছিল। কিন্তু এত ব্যস্ত থাকি যে, সময় পাইনি। এটা আমার ভুল হয়েছে।
ডা. সংযুক্তা বলেন, আমার নিবন্ধন নেই, বিষয়টি কিন্তু এমন না। নিবন্ধন আছে, তবে সেটি রিনিউ করা হয়নি। বিএমডিসিতে রিনিউয়ের একটা ফি দিতে হয়, এটা গত বছর থেকেই অনলাইন সিস্টেম ছিল এটা আমি জানতাম না। আমি তো আমার বাসায় আসারই সময় পাই না। নতুন চাকরির ক্ষেত্রে আমাদের কাগজপত্র ঠিক করতে হয়, আমার নতুন কোনো চাকরি হয়নি তাই কাগজপত্র ঠিক করা হয়নি।
নিবন্ধনের জন্য ১৩ বছরে একবারও সময় হয়নি? জানতে চাইলে সংযুক্তা বলেন, যখন থেকে আমি মনসুর আলী মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান ছিলাম, তখন নিবন্ধনের বিষয়গুলো তারাই হ্যান্ডেল করতো। কাগজপত্র নিয়ে তারাই রিনিউ করে নিয়ে আসতো। সেন্ট্রাল হাসপাতালে আসার পর সেটি আর হয়ে ওঠেনি।
তদন্ত প্রতিবেদন ছাড়া কাউকে দোষী বলা উচিত নয়: ডা. সংযুক্তা
Published on
