বার্তাকক্ষ
গত কয়েক বছরে একের পর এক বিতর্কে হানসিকা মাতওয়ানির নাম উঠে আসে। কীভাবে কিছুদিনের মধ্যেই হানসিকা এত বড় হয়ে গেল। তার মা রীতিমতো নাকি তাকে হরমোনের ইনজেকশন দিতেন। তবে এসব মানতে নারাজ তার মা এবং তিনি নিজে। বলিউডে রাতারাতি জায়গা করার জন্য কিংবা রাতারাতি সকলের নজরে আসার জন্যই কি বড্ড তাড়া ছিল তার মায়ের।
এমন প্রশ্ন বারবার ফিরে আসতে দেখা গিয়েছে অতীতে। যা নিয়ে চরম ট্রোলের শিকারও হতে হয় হানসিকাকে। তার মায়ের কথায় কেন তিনি এমনটা করবেন। এগুলোর কারণে বড় প্রভাব পরে শরীরে। প্রশ্ন তুলেছিলেন নিজেই। যদিও হানসিকা এসব বিষয় নিজেকে বেশ গুটিয়ে রেখেছিলেন।
হানসিকাকে স্পষ্ট বলতে শোনা যায় ট্রোলিং খুব একটা গুরুত্ব দেন না। তবে এবার আর চুপ থাকা নয়। ট্রোল নিয়ে সপাট জবাব দিয়ে বসলেন হানসিকা।
স্পষ্ট জানিয়ে দিলেন তিনি সুচের ভয়ে জীবনে কোনদিন ট্যাটু করালেন না, আর সেই তিনি নাকি শরীর বাড়ানোর জন্য একের পর এক ইনজেকশন নিয়েছেন? এ অসম্ভব।