Thursday, September 28, 2023
Homeসাহিত্যতিনটি কবিতা

তিনটি কবিতা

Published on

সাম্প্রতিক সংবাদ

একাদশে ভর্তিতে বাড়তি ফি নেয়া বন্ধ

রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়তি ফি আদায়ের নৈরাজ্য দেখা যায়।...

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মো. মহিউদ্দীন, ঝিনাইদহ “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক...

বটিয়াঘাটায় দুষ্কৃতিকারী কর্তৃক আমন ধানের ফসল নষ্ট

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজায় কৃষকের জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪বিঘা...

শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর : এমপি রণজিৎ

শান্ত দেবনাথ, বাঘারপাড়া যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের...

ওয়ালিদ জামান
নীড় ছেড়ে শহরের এক কোণে
এমন শহুরে দহনের দিনে
মেঘ ভেসে যায় দূর আকাশের পানে
তোমাকে দেব তাই শীতলতা কিনে
বৃষ্টিতে ভিজে নিয়ো আজ আনমনে।
ফুলেরা এক হলো আকাশের সনে
ভিজে লুট যেন তারা মুহুর্মুহু ঘ্রাণে
তোমাকে বলি তাই নয়নে নয়নে
প্রজাপতি হয়ে ভেসো আজ পবনে।
রাজপথে হাহাকার বর্ষা কি জানে?
ভিজে হবে পারাপার বৃষ্টির স্নানে
তোমাকে পেয়ে যাবো ঠিক মনে মনে
পথিকের বেশে থেকো বৃষ্টির গানে।
নীড় ছেড়ে শহরের কোনো এক কোণে
খুঁজে নেবো তোমাকে টঙের দোকানে
কাকভেজা হয়ে যাবো আমি সেখানে
ধোঁয়া ওঠা চায়ে ডুব দেবো দুজনে।
****
বৃষ্টি দেব কিনে
আসবে নাকি বারান্দাতে
এমন মেঘের দিনে
দেখা হবে তোমার সাথে
বৃষ্টি দেব কিনে!
হাত রাখবো তোমার হাতে
কথা দু’চোখ পানে
ভেসে যাবো মেঘমেলাতে
ভালোবাসার গানে।
শ্রাবণ মেঘের স্নাত রাতে
জোনাক জ্বলা বনে
অজানায় হারিয়ে যেতে
আঁধার দেবো এনে।
চলবে নাকি এমন পথে
যাবে আমার সনে
আমিও চাই তোমায় পেতে
ইচ্ছে জাগে মনে।
****
তুমি আমার অতীত হওয়া প্রিয়
ভালোবাসা নিয়ো
জানি লাগবে না
হয়তো আছো ভালো
তুমি আমার অতীত হওয়া প্রিয়।
বৃষ্টি হলে হাত বাড়িয়ো
জানি ধরবে না
বর্ষা চলে গেল
তুমি আমার অতীত হওয়া প্রিয়।
উষ্ণ রোদে চুল শুকিয়ো
জানি করবে না
দেখবে না গোধূলির আলো
তুমি আমার অতীত হওয়া প্রিয়।
বুকের মাঝে মুখ লুকিয়ো
জানি পারবে না
তোমার কি যে মনভুলো
তুমি আমার অতীত হওয়া প্রিয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

স্বপ্নবাজ

প্রতিদিনের ডেস্ক আহমদ সবসময় ভবিষ্যত নিয়ে ভাবে।ভবিষ্যতে সে কী হবে?কী করবে? এসব ভাবতে ভাবতে একসময়...

তাওসিফ মাইমুনের কবিতা

আড়ি ল্যাম্পপোস্টের আলোয় হবে আমাদের আড়ি অবাক দৃশ্যে যতটা পথ দাও না পাড়ি বেলা ফুরালে ফিরবো না...

ধ্বংসের পথে ৫০০ বছরের ফকির বালেগশাহ মসজিদ

প্রতিদিনের ডেস্ক তিন গম্বুজ ‘ফকির বাল্লেগ শাহ্ মসজিদ’ মোগল আমলে নির্মিত ,প্রায় ৫০০ বছরের...