Sunday, December 3, 2023
Homeঅর্থনীতিতিন মাসে রিজার্ভ কমলো ৩ বিলিয়ন ডলার

তিন মাসে রিজার্ভ কমলো ৩ বিলিয়ন ডলার

Published on

সাম্প্রতিক সংবাদ

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই ভয়-আতঙ্কে ভুগতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়। এ ভয়ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা মোটেই...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ: দুই মোটরসাইকেল আরোহী আহত

প্রতিদিনের ডেস্ক রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।...

প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। অবশ্য পতনের গতি আগের চেয়ে কিছুটা কমে এসেছে। গত এক মাসে রিজার্ভ কমেছে ৩৫ কোটি ডলার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩০১ কোটি বা ৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের ৩১ তারিখে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৭১ কোটি ডলার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এটি কমে দাঁড়ায় ২ হাজার ৬৭০ কোটি ডলারে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৮৯ কোটি ডলার বা ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। অবশ্য প্রকৃত নেট রিজার্ভ ধরলে তা এখন ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারে নিচে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৬ অক্টোবর সকালে নিট রিজার্ভ ২ হাজার ৮৯ কোটি ডলারে নেমেছে। এক মাস আগে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক মাসে নিট রিজার্ভ কমেছে ২৫ কোটি ডলার। এই এক মাসে গ্রস রিজার্ভ কমেছে প্রায় ৩৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার সকালে গ্রস রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৬৭০ কোটি ডলার। এক মাস আগে অর্থাৎ গত ২৬ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৭০৫ কোটি ডলার। অর্থনীতির অন্যতম প্রধান সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ কয়েক মাস ধরেই কমছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত এক বছরে রিজার্ভ কমেছে ৯ বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২২ সালের ২৫ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ৩ হাজার ৫৮০ কোটি ডলার। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ছিল গ্রস ২ হাজার ৬৯১ কোটি ডলার। আগে মাসে অর্থাৎ ৩১ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯২০ কোটি ডলার। আর ৩১ জুলাই ছিল ২ হাজার ৯৭১ কোটি ডলার। ৩১ আগস্ট নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ডলার। আর ৩১ জুলাই নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩৩৪ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দুই বছর ধরে প্রায় প্রতি মাসেই রিজার্ভ গড়ে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার করে কমেছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি নিম্নমুখী হওয়ার জন্য বৈশ্বিক সংকটের পাশাপাশি সরকারের কিছু ভুল নীতিকেও দায়ী করেছেন অর্থনীতিবিদরা। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারের ভুল নীতির কারণে রিজার্ভের পতন ত্বরান্বিত করেছে। তিনি উল্লেখ করেন, ডলার কেনাবেচার ক্ষেত্রে এর দর বাজারের ওপর ছেড়ে না দেওয়ার কারণে রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কমেছে। এর ফলে রিজার্ভ চাপে পড়েছে। তার মতে, দেশে কত বৈদেশিক মুদ্রা ঢুকছে এবং কত মুদ্রা বেরিয়ে যাচ্ছে, তার হিসাব রিজার্ভ দিয়ে মিলছে না। লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হওয়ায় রিজার্ভ হ্রাস পাচ্ছে।বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে প্রকৃত রিজার্ভ জমা আছে, তা দিয়ে শুধু তিন মাসের আমদানি খরচ মেটানো যাবে, অন্য কোনও খরচ বহন করা সম্ভব নয়। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রিজার্ভ থেকে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে। আগের অর্থবছরে ডলার সংকট কিছুটা লাঘব করতে এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় মান ধরে রাখতে মোট ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

বিদেশি ফলের দাম কমলেও বাড়েনি বিক্রি

প্রতিদিনের ডেস্ক শীতকাল আসায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে বিভিন্ন বিদেশি ফলের দাম। মৌসুমি দেশি...