সংবাদ বিজ্ঞপ্তি
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের ভাগনে যশোর শহরের বেজপাড়া, পিয়ারীমোহন সড়কের কাজী ফরহাদ উল ইসলাম (বাচ্চু কাজী) এর পুত্র কাজী শাহনেওয়াজ উল ইসলাম বনি (৩৫) গতকাল বুধবার (১৯ অক্টোবর) মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। তার অকাল মৃত্যুতে প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।