ত্বক সজীব রাখতে হলে

0
11

বার্তাকক্ষ ,,নারী দিবসের বিশেষ দিনটিতে এই গরমে আয়নায় নিজেকে সতেজ ক্লান্তিহীন দেখাতে কিছুটা যতœ নেওয়া যেতেই পারে। তবে একদিনই নয় রোজ একটু নিয়ম মেনে চলতে পারলে ত্বক থাকবে সতেজ। চলুন জেনে নেই কর্মব্যস্ততার মাঝেও ত্বক সজীব রাখার সহজ উপায়:
আপনার ত্বক সজীব রাখতে ভরসা রাখুন শসার ওপর। দারুণ এই উপাদান আপনার ত্বক রাখবে সজীব। মাঝারি মাপের একটা শসা আর অ্যালোভেরা জেল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন।
এরপর দিনের যেকোনো সময় তা কাজের ফাঁকে সুবিধা মত একবার ব্যবহার করে নিতে পারেন। শসা কুচি আর অ্যালোভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিন। খুব ভাল করে মিশলে তবেই স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে ব্যবহার করুন যেকোনো সময়।