বার্তাকক্ষ ,,নোরা ফাতেহি একজন মরোক্কীয়-কানাডিয়ান। তবে এখন সেই পরিচয়ে কিছুটা বিলীনতা এসেছে। এখন বলা চলে বলিউডের হার্ডথ্রব অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। তবে সম্প্রতি তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনাও হচ্ছে ব্যাপকভাবে। নাম শোনা যাচ্ছে আলোচিত সুখেশ চন্দ্রশেখরের মানিলন্ডারিং মামলার সঙ্গেও। যদিও এখনো কিছু প্রমাণ হয়নি। এতকিছুর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নোরা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যাও প্রায় সাড়ে ৪ কোটি। সম্প্রতি সেখানে পোস্ট করেন, পরনে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানার টপ। এসব ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
তারচেয়েও বেশি আলোচনায় রয়েছে ক্যাপশন। যেখানে তিনি লিখেছেন, আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম। ছবিতে এমন ক্যাপশন কেন দিলেন নোরা? যদিও এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। যদিও নেটিজেনরা তার পোশাকের তুলনায় এবং ক্যাপশনের তুলনায় তার রূপ নিয়ে আলোচনা করেছেন বেশি। একজন লিখেন, তুমি দুশ্চরিত্রা না এটা মানি এবং তোমার পোশাক যেমনই হোক তুমি সবসময় সুন্দরী। নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু নোরা ফাতেহি। তার প্রকাশিত ভিডিওতে তার ব্যত্যয় ঘটে না।